মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ
শীঘ্রই দর্শকের দরবারে আসছে পূর্ণ দৈর্ঘ্যের ছবি ‘অ্যানিমিজম’। ছবিটি পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন পরিচালক প্রতীশ ঘোষ। এর আগে আন্তর্জাতিক ছোট ছবি ‘উৎসব’ ২০১৯ এ নিজের শর্ট ফিল্মের জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছিলেন প্রতীশ। তাঁর নতুন ছবি ‘অ্যানিমিজম’ মানুষ ও পশুদের মধ্যেকার পারস্পরিক সম্পর্কের কথা বলবে। পশু প্রেম যে কতটা তীব্র হতে পারে সেটা দেখাবে এই ছবি।
সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে পরিচালক প্রতীশ ঘোষ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তাঁর পরিচালিত নতুন ছবি ‘অ্যানিমিজম’-এর নাম। এদিন সেখানে উপস্থিত ছিলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, রানা মিত্র, রাহুল বর্মন, ইন্দ্র, অরিজিৎ দে সহ আরও অনেকে।
‘অ্যানিমিজম’ ছবিতে অভিনয় করছেন একাধিক নতুন অভিনেতা অভিনেত্রীরা। নেম অ্যাকাডেমী থেকে সোহাগ সেনের ছাত্রছাত্রীদের কাস্ট করা হচ্ছে এই ছবিতে। সোহাগ সেনের তত্ত্বাবধানেই তৈরী হচ্ছেন নতুন প্রতিভারা।
আরও পড়ুনঃ মুক্তি পেল ‘ইয়াদে’র টিজার
ছবির বিষয়ে বলতে গিয়ে পরিচালক প্রতীশ ঘোষ জানালেন, “এক ঝাঁক নতুন মুখ নিয়ে এই ছবির কাজ শুরু করতে চলেছি আমি। যেহেতু অভিনেতারা প্রায় সকলেই নতুন, তাই প্রথম দিকে প্রযোজক জোগাড় করতে বেশ সমস্যা হয়েছিল। করোনা অতিমারীর জন্য বিগত দু’বছর ধরে আটকে ছিল ছবির কাজ। এই ছবির মধ্যে দিয়ে বাংলা চলচ্চিত্র জগৎ যে একাধিক নতুন প্রতিভাদের পাবে, সে বিষয়ে আমি নিশ্চিত। মানুষ ও পশুদের মধ্যে পারস্পরিক সম্পর্কের কথা বলবে এই ছবি। সাসপেন্স থ্রিলারের মধ্যে দিয়ে সীমাহীন পশুপ্রেমের বিষয়টা এই ছবিতে তুলে ধরতে চলেছি আমরা যা দর্শককে অনুপ্রাণিত করবে। শীঘ্রই শুরু হবে ছবির কাজ।” নতুন ছবি নিয়ে স্বাভাবিকভাবেই আশাবাদী পরিচালক প্রতীশ ঘোষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584