শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
যান যন্ত্রণা লাঘব করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বেসরকারি সংস্থাগুলিকে অনুরোধ করেছিলেন যত বেশি সংখ্যক কর্মীকে যেন বাড়ি থেকেই কাজ করানোর ব্যবস্থা করে দেওয়া হয়। এবার সেই একই দাওয়াই লাগু হল রাজ্য সরকারের অর্থ দফতরের কর্মীদের জন্যও। যদিও এর আগেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবহিত করেছিলেন। এদিন কার্যত সেই নির্দেশনামার সরকারি স্তরে নোটিশ বার হল। এখন থেকে রাজ্য সরকারের অর্থ দফতরের কর্মী ও আধিকারিকেরা বাড়িতে বসেই কাজ করতে পারবেন।
এবার অর্থদপ্তরের কর্মীদের জন্য নতুন নির্দেশিকা জারি করল নবান্ন। জানিয়ে দেওয়া হল তাঁরা বাড়ি থেকেই কাজ করবেন। আধিকারিক ও কর্মীদের অফিসে আসতে নিষেধ করা হয়েছে। বরং অনলাইনে বাড়ি থেকেই তাঁদের কাজ করতে বলা হয়েছে। মূলত করোনা সংক্রমণ, জমায়েত এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ সোমবার থেকে বেলুড় মঠ খোলা নিয়ে অনিশ্চয়তা
এদিন অর্থ দফতর যে নির্দেশিকা বার করেছে তাতে বলা হয়েছে, সব কর্মী ও আধিকারিকেরা যেন ই-মেল মারফত নিজের নাম, বাড়ির ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, পদ ও দফতরের শাখা বা কাজের গ্রুপের নাম পাঠিয়ে দেন অর্থ দফতরে। সেই সঙ্গে ডিউটিরত সময়টুকু তাঁরা যেন বাড়িতেই থাকেন যাতে তাঁদের সঙ্গে প্রয়োজন পড়লেই যোগাযোগ করা যেতে পারে। তবে অর্থ দফতরের জন্য এই বিশেষ নির্দেশিকা জারি হওয়ার পাশাপাশি এবার রাজ্য সরকারের অন্য দফতরগুলির কর্মীরাও দাবি করতে শুরু করেছেন যাতে তাঁদেরও বাড়ি থেকে কাজ করার সুযোগ দেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584