নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
পুজোর আগে নতুন গান প্রকাশ এক পুরনো প্রথা। নতুন বাংলা গান পুজোর আবহ তৈরি করে।অমিত কুমার নিজের অনলাইন মিউজিক কোম্পানি কুমার ব্রাদার্স মিউজিক এর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করলেন নতুন হিন্দি সিঙ্গেল ‘পাপ কা ঘড়া’। গানটির সুর শিল্পীর নিহেরই করা।
আজকের সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হয়েছে গানটি। গান নিয়ে অমিত কুমার জানান, “গানটা তিন বছর আগে বানিয়েছিলাম। তখন তো এটা ভেবে সুর করিনি যে করোনা হবে। এমনকি ইন্ডাস্ট্রিতে নানা ধরনের সমস্যা চলছে সেগুলোও ভাবিনি। কিন্তু বলা যায় গানটা এই সময়ের সঙ্গে খাপ খেয়ে গেছে।”
আরও পড়ুনঃ শেখর ঘোষের বাংলা ডেবিউ
আরও পড়ুনঃ এক্সক্লুসিভ ইন্টারভিউঃ ফাইট সিনে শাড়ি পরে দুষ্কৃতী দমনে রূপা ভট্টাচার্য
বলিউডের সমস্যা নিয়ে বলতে গিয়ে বললেন, “দেখুন সমস্যা তো সব প্রফেশনেই আছে। তার মধ্যে থেকেও বাঁচতে তো হবে।”
গান নিয়ে শিল্পী আরও বলেন, “গানটা লীনা’জির লেখা যেখানে পাপ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। খুবই মিনিংফুল লেখা। আমার হারমোনির উপর কাজ করতে ভীষণ ভালো লাগে। এই গানটাও হারমোনি নির্ভর ভীষণ ভাবে।আশা করি সবার ভালো লাগবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584