আগামীর দিকে হাত বাড়ালেন ইমন

0
151

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

এই সময়কার প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী। প্রায় আট-নয় বছর আগে তিনি যখন ছিলেন নতুন, যাকে বলে ‘আপকামিং সিঙ্গার’, তখন নিজের একটি ইউটিউব চ্যানেল করে নিজের গান পোস্ট করতেন সেখানে। সেদিনের সেই উদ্যোগ আজ তাঁকে পরিচিতি দিয়েছে, সাফল্য দিয়েছে। কিন্তু ভুলে যাননি নিজের শুরুর দিনগুলো। আর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আগামীদের জন্য দরজা খুলে দিলেন তিনি।

Iman Chattarjee | newsfront.co

সম্প্রতি একটি লাইভে জানালেন, যারা গানবাজনার চর্চা করে তারা যেন নিজেদের গান রেকর্ড করে তাঁকে মেইলে পাঠায়। যার গান পছন্দ হবে তার গান তিনি পোস্ট করবেন তাঁর ইউটিউব প্ল্যাটফর্ম ‘ইমন চক্রবর্তী প্রোডাকশন্স’ থেকে। এবং বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিমিং করার ব্যবস্থাও তিনি করবেন বলে জানিয়েছেন।

আর তার থেকে উঠে আসা টাকা তিনি পৌঁছে দেবেন সেই সব শিল্পীদের কাছে। সেই টাকার একটি অংশও তিনি নেবেন না। আগামীদের সর্বসমক্ষে তুলে ধরতে চান ইমন। নতুনরা যেন সুযোগের অভাবে হারিয়ে না যায়, তাই তাঁর এমন উদ্যোগ।

Iman Chattarjee | newsfront.co

আর এই সময়ে দাঁড়িয়ে নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত শিল্পীমহল। আগামীরা তো বটেই, প্রতিষ্ঠিতরাও চিন্তিত বেশ। সেই কারণেই ইমন এমন এক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন।

আরও পড়ুনঃ অভিনয় নয়, যেন বাস্তবের ডনের প্রতিধ্বনি বিগ বি-র কথায়

Iman Chattarjee | newsfront.co

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী ইমনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। ইমনের এই নতুন উদ্যোগ বিশদে জানতে দেখুন ওঁর ফেসবুক লাইভ, রইল লিঙ্ক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here