পরিবেশ বান্ধব টব গড়ে তাক লাগাল কোলাঘাটের পড়ুয়ারা

0
79

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

কলকাতার সাহা ইনস্টিটিউট অফ নিউ ফিজিকস বিজ্ঞান মডেল প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের কোলা ইউনিয়ন হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা। জানা গেছে এই ছাত্র-ছাত্রীরা অভিনব কায়দায় অল্প খরচে কলাগাছের কান্ড দিয়ে টব বানিয়ে গাছ লাগানোর দৃশ্য দেখিয়েছে।

বিজয়ী। নিজস্ব চিত্র

এছাড়াও জানা গেছে কলাগাছের পরিত্যক্ত দেহ থেকে গাছ লাগানোর টব বানিয়েছে যেটাতে চাষ করলে মাটির বা প্লাটিক টবের তুলনায় মাত্র ৪০% জল, ২৫% মাটি, ১০% সার লাগে। প্রখর গ্রীষ্মে গাছের শরীর ঠান্ডা রাখে। ফলে গাছের বৃদ্ধি ও পুষ্টি সম্পূর্ণ ঠিকঠাক থাকে। আরো জানা যায় একটি কলাগাছ থেকে ১০ থেকে ২০টি টব বানানো সম্ভব। টবের খরচ নামমাত্র।চাষের খরচ অর্ধেকের বেশী কমে যায়। সম্পূর্ণ দূষনহীন পরিবেশবান্ধব এই টব।

আরও পড়ুনঃ কোলাঘাটে ছাত্র যুব উৎসবের সূচনা

বিভিন্ন শাকজাতীয় স্বল্পমেয়াদী ফসল দারুন চাষ হয়। এছাড়াও বিনস, স্টবেরী, লঙ্কা ইত্যাদিও ভালো ফলছে। আর এই দৃশ্য দেখে সাহা ইনস্টিটিউট অফ ফিজিকস বিজ্ঞান মডেল এর বিজ্ঞানীরা এটাকে নিয়ে পরবর্তী পর্যায়ে ভাববেন এমনটাই জানা যায়। শুধু তাই নয় আগামী দিনে এইসব ছাত্র ছাত্রীদের গাইড ডাইনিং রুম ইন ক্লাস করানোর আশ্বাস দেন আর এই খবর ছড়িয়ে পড়তে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সাধারণ মানুষেরা গর্ব বোধ করছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here