নতুন পৃথিবী আমরাই গড়ব

0
257

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

স্বপ্নের আলো আজ অনেকটাই আবছা। করোনা ভয়ে ত্রস্ত মানুষ। গৃহবন্দি সকলে। কিন্তু মানুষের স্বপ্ন দেখা তো শেষ হয় না কখনও। সে মৃত্যুর দিন অবধি স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে নতুন সূর্যের, স্বপ্ন দেখে নতুন পৃথিবীর, স্বপ্ন দেখে নতুন আশার আলোর। আর তেমনই এক গল্প নিয়ে হাজির হতে চলেছেন পরিচালক সুব্রত শর্মা। লকডাউনে তাঁর নতুন গল্প ‘নতুন পৃথিবী- আমরাই গড়বো’।

Natun Prithibi | newsfront.co

এস স্কোয়ার এন্টারটেইনমেন্ট ও এস এস ডি ভেঞ্চার-এর যৌথ প্রযোজনায় আসবে এই ছবি। মানুষের ভয়ের সময়ে কিছুটা আনন্দ দিতেই পরিচালক সুব্রত শর্মার এই প্রজেক্ট। পরিচালক জানিয়েছেন, ‘এই সময়ে দাঁড়িয়ে মানুষ বড্ড ভয় পাচ্ছে, সেটা থেকে মুক্তির আশা আছে আর সেই আশার আলো দেখাবে এই ছবি।‘

আরও পড়ুনঃ লোকশিল্পীদের সাহায্যকল্পে অভিনব উদ্যোগ

Subrata sharma | newsfront.co

সুব্রত শর্মা আরও জানান, এটি টলিউডের সমস্ত শিল্পী সমন্বয়ে তৈরি একটি প্রজেক্ট। রয়েছেন অনেকেই। গানটি গেয়েছেন তিনজন শিল্পী। তবে খুব তাড়াতাড়ি তাঁদের নাম ও অফিসিয়াল পোস্টার মুক্তি পাবে। আশা করি মানুষ কিছুটা হলেও নিজেদেরকে টেনশন মুক্ত করতে পারবেন গানটি শুনে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here