নিউ নর্মাল শহরে আসছে ‘ইউনোম’

0
97

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা ভাইরাসের কবল থেকে এখনও রেহাই মেলেনি ভারতের। হু হু করে বাড়ছে সংক্রামিত ও মৃতের সংখ্যা। করোনা সংক্রমণ এড়াতে স্বেচ্ছায় গৃহবন্দি হয়েছেন অনেকেই। এহেন পরিস্থিতিতে চাকরি খুইয়েছেন বহু মানুষ। ঘরেতে একঘেয়েমি জীবন কাটাতে গিয়ে অনেকের সঙ্গে অনেকের সম্পর্কও নষ্ট হয়েছে।

Unome | newsfront.co

বর্তমান পরিস্থিতির এইরকম কিছু বাস্তব চিত্রই দেখা যাবে অভিজিৎ দত্ত পরিচালিত ছবি ‘ইউনোম’এ। তবে গল্প এখানেই শেষ নয়, গল্পের মধ্যে রয়েছে আরও এক গল্প। সংবাদমাধ্যমও যুক্ত রয়েছে সেই গল্পে। সাসপেন্সে মোড়া থাকবে ছবির গল্প, তা স্পষ্ট বোঝাই যাচ্ছে। শীঘ্রই শুরু হবে এই ছবির শুটিং।

আরও পড়ুনঃ ছবির নাম ঘিরে বিতর্ক! প্রকাশ্যে এল ‘লক্ষ্মী’ সিনেমার নয়া পোস্টার

ছবিতে অভিনয় করতে দেখা যাবে শ্রীলা মজুমদার, আকাঙ্খা মাঙ্গলানি, রাজু মজুমদার, অয়নজিৎ সেন, সপ্তর্ষী পাল, তনুশ্রী বিশ্বাস -সহ আরও অনেককে। এছাড়াও, ছবিতে একজন মহিলা সাংবাদিকের ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী ঐশ্বর্য সেন।

অনিমেষ দাশগুপ্ত ও অরণ্য দাশগুপ্ত নিবেদিত ছবি ‘ইউনোম’এর চিত্রনাট্য লিখেছেন স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়। এই ছবিতে প্রযোজনা করছেন বক্সপ্যাক এন্টারটেইনমেন্টের তরফে অনিমেষ দাশগুপ্ত।

আরও পড়ুনঃ ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০’র ভার্চুয়াল আয়োজন

‘ইউনোম’ প্রসঙ্গে পরিচালক অভিজিৎ দত্ত বলেন, “ইউনোম নামটা উচ্চারণে একরকম আবার ভাবনায় একরকম। একটা নিউজ রিপোর্টিং থেকে টানটান উত্তেজনা নিয়ে ছবিটি শুরু হবে এবং শেষে থাকবে এক অদ্ভূত শূণ্যতা। আমি ফেস্টিভ্যাল ওরিয়েন্টেড করতে চাইছি ছবিটা। তবে কমার্শিয়াল অ্যাঙ্গেলও আছে। আশা করি দর্শকের ভালো লাগবে”।

প্রযোজক অয়নজিৎ সেন এই ছবিতে অভিনেতা হিসাবে কাজ করেছেন। এর আগে বলিউড সিনেমায় অভিনয় করলেও বাংলা পূর্ণদৈর্ঘ্য সিনেমায় এটাই তাঁর প্রথম কাজ।

‘ইউনোম’ প্রসঙ্গে অয়নজিৎ বলেন, “অভিনেতা হিসাবে এই বাংলা ছবিতে কাজ করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমার চরিত্রটা খুব চ্যালেঞ্জিং। ভীষণরকম ভাবে কমিটেড একজন মহিলার স্বামীর চরিত্রে অভিনয় করছি এই ছবিতে। ইউনোম-এর হাত ধরে বাংলা ছবিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here