নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
“বাংলা যা ভাবে আজ, ভারত তা ভাবে কাল”— গোপালকৃষ্ণ গোখলের এই উক্তি গত একশো বছরে অনেকটাই ম্লান। বাঙালিরা এখন কাঁকড়া সংস্কৃতিতে পারদর্শী হয়ে উঠেছে। এখনকার নির্বাচনী ইশতেহারগুলো পড়লে দেখা যায়, তাতে হরেক প্রতিশ্রুতি আছে কিন্তু সেগুলো কার্যকর করার কোনও পদ্ধতির উল্লেখ নেই।
বাঙালি আজ আদর্শহীন হয়ে পড়েছে এবং সুন্দরকে প্রত্যাখ্যান করে এ ওর পা টানাটানি তে ব্যস্ত। এই যুক্তি আর পরিস্থিতিকে জন দরবারে তুলে ধরতেই তৈরি হয়েছে মিউজিক ভিডিও ‘বিকেসি (BKC)’, যা কিনা একটি সাঙ্গীতিক প্রহসনমূলক চলচ্চিত্র এবং বাঙালির কাঁকড়া সংস্কৃতির উন্মোচন।
‘বিকেসি (BKC)’ তে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, হানি বাফনা, অশোক বিশ্বনাথন, সায়ন্তনী গুহাঠাকুরতা এবং উদিতা লার্নিং এর ছাত্র ছাত্রীরা।
আরও পড়ুনঃ নজরুলের গানে ইমন দলের বর্ষবরণ
ছবিটির মূল ভাবনা এবং চিত্রনাট্য আলেখ্য তলাপত্র, সঙ্গীত পরিচালনায় বিশ্ববিজয় সেন, চিত্রগ্রহণে শান্তনু বন্দোপাধ্যায়, সম্পাদনায় সৌনক রায়, গীত রচনায় সৌভিক দে, প্রযোজনা নিয়ন্ত্রণে ভিকি হোর। ছবিটি পরিচালনা করেছেন তাপসী রায়।
আরও পড়ুনঃ ট্রান্সদের নানা শেডের চরিত্রে দেখতে চান ঋতুপর্ণা
‘বিকেসি (BKC)’ নামের ভিডিওটি দেখা যাবে এঞ্জেল ডিজিটাল ইউটিউব চ্যানেলে। গান শোনা যাবে উইঙ্ক মিউজিক, হাঙ্গামা মিউজিক, অ্যামাজন প্রাইম মিউজিক, জিও সাওয়ান, রেসো-তে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584