এনপিআর নিয়ে বহু মত, নতুন নিয়ম সংযোজন জাতীয় নাগরিক পঞ্জিতে

0
72

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

কেন্দ্র সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে এনপিআর-এর জন্য নিজস্ব জন্ম প্রমাণপত্রের সাথে বাবা-মায়ের জন্মস্থান ও জন্মের তারিখের কাগজও প্রমাণ হিসাবে প্রয়োজন। তবে অনেকেই বলেছেন যে ২০১০ সালের এনপিআর-এর সঙ্গে এর তফাত রয়েছে। নতুন করে করা এনপিআর এ কিছু নতুন তথ্য সংযোজিত হচ্ছে।

new rules added in national population register | newsfront.co
ফাইল চিত্র

আরও পড়ুনঃ এনআরসি নিয়ে রাতারাতি দিলীপের মত বদলে চাঞ্চল্য রাজনৈতিক মহলে

জানা গিয়েছে, শেষবারের এনপিআর এ ১৫টি তথ্য সংগৃহিত হয়েছিল। এবার তা বেড়ে হয়েছে ২১। এর মধ্যে শেষ বসবাসের ঠিকানা, পাসপোর্ট নম্বর, আধার নম্বর, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স নম্বর ও মোবাইল নম্বরের কথাও বলা হয়েছে, যা আগেরবার ছিল না। তাছাড়া বাবা-মায়ের নাম এবং স্বামী/স্ত্রীর নামের একটি পয়েন্টই থাকবে বলে জানা গেছে।

ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এনআরসি-এনপিআর এর মন্তব্যে গোটা দেশে ধাঁধা-র সৃষ্টি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন এনআরসি-র সাথে এনপিআর-এর কোনও সম্পর্ক নেই, এদিকে সাংসদ-সহ অন্যান্য সাক্ষাৎকারে তিনি বহুবার বলেছিলেন যে এনপিআর হল এনআরসি-র প্রথম পদক্ষেপ। এই নিয়েই গভীর অন্ধকারে পড়েছেন নাগরিকরা।

আরও পড়ুনঃ সিএএ নিয়ে এনডিএ শরিকদের মতামত নেওয়া হয়নি, অসন্তুষ্ট নরেশ গুজরাল

নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে ১৯৮৭ সালের পরে যারা জন্মেছেন, তাদের ক্ষেত্রে বাবা-মায়ের মধ্যে অন্তত একজনের নাগরিক প্রমাণপত্র লাগবে। এদিকে দেশব্যাপী জাতীয় নাগরিক পঞ্জি(এনপিআর) তৈরি হলে বাবা-মায়ের জন্মস্থান ও জন্মের তারিখ প্রয়োজন হবে। একথা স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ ও সংসদের বাইরে অনেকবার বলেছেন।

শেষ পর্যন্ত কোন নিয়মটি কার্যকরী হচ্ছে এখন সেটাই দেখার। যদিও এনপিআর বাস্তবায়নে প্রাথমিক পর্যায়ে যে পরিমাণ টাকা খরচ হবে তার হিসাব দেখে মোদী সরকারকে রাজনৈতিক মহলের তরফে অনেকেই প্রশ্ন করেছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here