ডায়ালাইসিসের নতুন নিয়ম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে, বিপাকে রোগীরা

0
71

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মঙ্গলবার সকাল থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়ালিসিস করতে আসা রোগীদের জন্য নিয়মের কিছু পরিবর্তন হওয়াতে প্রচন্ড অসুবিধার মুখে পড়েছেন ডায়ালিসিস করতে আসা বেশ কিছু রোগী এবং তাদের আত্মীয়রা।

এক রোগীর বাড়ির আত্মীয়। নিজস্ব চিত্র

হাসপাতালে আসা রোগীর আত্মীয়দের বক্তব্য, এতদিন তারা মেডিকেল কলেজের ওপিডি-তে টিকিট করে হাসপাতালে ডায়ালিসিস ইউনিটে গিয়ে রোগীর চিকিৎসা করাতে পারতেন। কিন্তু মঙ্গলবার তারা হাসপাতালে এসে জানতে পারেন, এই নিয়মের পরিবর্তন হয়েছে।

Notice
নোটিশ। নিজস্ব চিত্র

আগে থেকে না জানিয়ে নিয়ম পরিবর্তন হওয়াতে প্রচুর রোগী ও তাদের আত্মীয়রা অসুবিধার মুখে পড়েন। অসুস্থ রোগীদের অনেককেই ডায়ালিসিস করতে না পেরে হাসপাতালে বারান্দায় বসে থাকতে দেখা যায় এদিন।

Dialosis center
ডায়ালিসিস সেন্টারের কর্মী। নিজস্ব চিত্র

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্য দপ্তরের নির্দেশে এখন থেকে ডায়ালিসিস করতে আসা সমস্ত রোগীর স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ড থাকতে হবে এবং প্রয়োজনে তাদেরকে ১২ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকতে হতে পারে। কিন্তু ডায়ালিসিস করানোর জন্য হাসপাতালে আসা অনেক রোগী এবং তাদের আত্মীয়রা এই নতুন নিয়ম মানতে রাজি নন। তারা রোগীর ডায়ালিসিস হয়ে গেলেই তাকে ছুটি দিয়ে হাসপাতাল থেকে নিয়ে চলে যেতে চান।

আরও পড়ুনঃ কথায় বলে ইচ্ছে থাকলে উপায় হয়, তেমনই ঘটনা ঘটলো বহরমপুরের এক গরিব পরিবারে

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here