নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
স্বচ্ছ কর ব্যবস্থার লক্ষ্যে দেশের সৎ করদাতাদের সম্মান জানাতে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যারা সঠিক সময়ে, কর ফাঁকি না দিয়ে কর জমা করে থাকেন সেই সকল ‘সৎ’ করদাতাদের সম্মান জানাতে এবার কর জমার ক্ষেত্রে বিশেষ প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ‘স্বচ্ছ কর ব্যবস্থা-সততার সম্মান’ প্রকল্প চালু করলেন প্রধানমন্ত্রী। কর দেওয়ার কাজ আরও সহজ করার লক্ষ্যে এই ব্যবস্থা চালু করেন। সরকার চাইছে, দেশের কর ব্যবস্থায় স্বচ্ছতা এনে সৎ করদাতারা যাতে উপযুক্ত সম্মান পান, এবং তাঁদের কোনওরকম হয়রানি বা জটিলতার মধ্যে না পড়তে হয়, তা নিশ্চিত করতে।
করোনা ভাইরাসের জেরে করদানের সময়সীমা বাড়াতে বাধ্য হয় মোদী সরকার। এপ্রিল থেকে সময়সীমা বাড়িয়ে তা চলতি বছরের নভেম্বর অবধি করা হয়। কর জমা না পড়ার কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে ভারতের অর্থনীতি। অর্থমন্ত্রকের দাবি, এটি আয়কর ও কর্পোরেট করের সংস্কারের দিকে বড়সড় পদক্ষেপ।
আরও পড়ুনঃ কার্যকারিতা নয়, প্রথম হওয়া রাশিয়ার লক্ষ্যঃ জেন্স স্ফন
কেন্দ্রের দাবি নতুন এই আয়কর রিটার্ন যাচাই ও কর সমস্যার সমাধানে ‘ফেসলেস’ ব্যবস্থা আরও মজবুত হবে। নিজেদের কর আদানপ্রদানের হিসেব নিকেশ আরও সহজেই রাখতে পারবেন সৎ করদাতারা। এই প্রকল্পের সূচনা মঞ্চে প্রধানমন্ত্রী বলেন, “দেশের সৎ করদাতারা রাষ্ট্র নির্মাণে বড় ভূমিকা নেয়। আর দেশের সৎ করদাতাদের জীবন সহজ হলেই তো, উন্নয়ন সম্ভব, দেশের বিকাশ সম্ভব।”
আরও পড়ুনঃ করোনা আক্রান্ত রামমন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নিত্যগোপাল দাস
প্রধানমন্ত্রীর দাবি, কর ব্যবস্থার সংস্কারের প্রয়োজন বহুদিনের। কিন্তু আগে তা হত না। বাধ্য হয়ে বা চাপে পড়ে নেওয়া সিদ্ধান্তকে সংস্কার বলে চালানোর চেষ্টা হত। মোদী আরও বলেন, “কর ব্যবস্থায় আমাদের লক্ষ্য হওয়া উচিত দ্ব্যর্থহীন, কষ্টহীন এবং ফেসলেস। গত ৬ বছরে কর ব্যবস্থায় একটা আমূল বদল দেখেছে ভারত। আমরা জটিলতা কমিয়েছি, আর স্বচ্ছতা বাড়িয়েছি। আমার করদাতাদের বিশ্বাস অর্জন করতে পেরেছি।”
উল্লেখ্য, গত ৩-৪ সপ্তাহ ধরে আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে প্রধানমন্ত্রীর দফতরে। আয়কর রিটার্নের সময় স্বচ্ছতা কতখানি বজায় রাখা হচ্ছে এবং আয়কর সংক্রান্ত তথ্য যাচাই কীভাবে হচ্ছে, তা নিয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, এমনটাই জানিয়েছেন আয়কর দফতরের এক শীর্ষ আধিকারিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584