নার্সদের প্রতি শ্রদ্ধা জানাতে হাজির শর্ট ফিল্ম ‘রক্ত’- ফ্রেশ উন্ডস

0
239

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

গতকাল ছিল বিশ্ব নার্স দিবস। করোনা সৈনিক হিসেবে তাঁদের ভূমিকাও কম নয়। নিজেদের পরিবার এমনকী দুধের শিশুটিকে ঘরে রেখেই অনেকে দিনের পর দিন যাপন করছেন কেউ হাসপাতালে কেউ বা নার্সিংহোমে।
ফ্লোরেন্স নাইটিঙ্গলের জন্ম শতবার্ষিকী তথা আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে নার্স এবং চিকিৎসকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি হল একটি স্বল্প দৈর্ঘের ছবি। নাম ‘রক্ত’- ফ্রেশ উন্ডস।

Rakto | newsfront.co

গল্পের কেন্দ্রে রয়েছে বৈশালি সেনগুপ্ত নামের এক দায়িত্বশীল সেবিকা। তার জীবনে হঠাতই দমকা হাওয়ার মতো ঘটে যায় এক ঘটনা। সেই ঘটনা থেকে সে বেরিয়ে আসতে চায়। সে কি ফিরতে পারবে নিজের জীবনের স্বাভাবিক ছন্দে? জানতে হলে দেখতে হবে ‘রক্ত’। ১২ মে আন্তর্জাতিক নার্স দিবসে মুক্তি পেল ছবির পোস্টার।

আরও পড়ুনঃ সচেতনতা দিতে অভিনেতাদের সঙ্গে ক্যামেরার সামনে খেলোয়াড়রাও

ছবির পরিচালক অভিজিৎ নস্কর৷ সহ পরিচালক শুভ মণ্ডল। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আলোক কুমার মণ্ডল। অভিনয়ে শ্রেয়া ভট্টাচার্য, মানা ভট্টাচার্য, আবির ঘোষ। প্রযোজনায় শুভ মণ্ডল এবং অভিজিৎ নস্কর।
প্রসঙ্গত, এই প্রযোজনা সংস্থার হাতে তৈরি ‘পাস্তা’ বর্ধমান শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন পেয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here