জীবনের জয়গানে চিরন্তন-শুভদীপ

0
83

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

জীবন এগিয়ে চলে তার নিজস্ব নিয়মে। নিজস্ব কায়দায়। তবুও মাঝে মাঝে বাধা আসে। সেই বাধাকে অতিক্রম করে এগিয়ে চলার মূলমন্ত্রই জীবনের জয়গান- ঠিক এরকমই এক ভাবনা থেকে সঙ্গীতশিল্পী চিরন্তন ব্যানার্জি ও বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী তৈরি করেছেন একটি নতুন গান।

Jiboner Joygaan | newsfront.co

‘সিঙ্গাপুর টেগোর সোসাইটি’-র আমন্ত্রণে শুভদীপ ও চিরন্তনের এই প্রয়াসে শামিল হয়েছেন এই প্রজন্মের একঝাঁক তরুণ শিল্পী। গৌরব, অরিত্র, গুরুজিৎ, তথাগত, মধুরা, মাধুরী, তৃষা, সোহিনীদের মতো শিল্পীদের সঙ্গে গলা মিলিয়েছেন চিরন্তন স্বয়ং।

আরও পড়ুনঃ বাবার পথে দুই রাঘবকন্যা, ‘পরম্পরা’ নিয়ে এল আশা অডিও

স্বরচিত কবিতার উচ্চারণে শুভদীপ যুক্ত করেছেন এক ভিন্নতা। গানটির কথাও শুভদীপের। সুরারোপ ও সঙ্গীত পরিচালনার গুরুদায়িত্ব সামলেছেন চিরন্তন। গানটির সংগীতায়োজন করেছেন দেবর্ষি। গানটি রিলিজ করেছে ‘আমারা মিউজিক’ থেকে। এই মুহূর্তে সমস্ত ডিজিটাল সাউন্ড স্টেশনে গানটি শোনা যাচ্ছে।

প্রসঙ্গত, সমস্ত অন্তরায়কে সরিয়ে দিয়ে এগিয়ে চলার উদ্যমটিকে সুরের মধ্যে দিয়ে স্থাপন করতে চেয়েছেন চিরন্তন। তিনি ইতিমধ্যেই দশটি বাংলা ছবিতে সঙ্গীত পরিচালক হিসেবে বিশেষ খ্যাতি অর্জন করেছেন।

আরও পড়ুনঃ পুজোয় এবার রূপঙ্করের কণ্ঠে সুদীপ্তর লেখা ‘ট্রাভেল সঙ’

সঙ্গীতশিল্পী হিসেবেও তাঁর পরিচয় অজানা নয়। দীর্ঘদিন ধরে আবৃত্তিচর্চার সঙ্গে যুক্ত শুভদীপ-আবৃত্তি নিয়ে দেশে বিদেশে বহু কাজ করেছেন। এই মুহূর্তে তাঁর লেখা গানও যথেষ্ট সমাদৃত। শুভদীপ-চিরন্তনের এই নতুন জুটি ইতিমধ্যেই তাঁদের কাজের মধ্যে দিয়ে এক স্বতন্ত্রতা তৈরি করেছে।

‘পৃথিবীর মন ভাল নেই’, ‘আছি বাংলার পাশে’ কিংবা ‘নমামি গঙ্গে’ গানগুলি সারা পৃথিবীতে বহু মানুষের ভালোবাসা পেয়েছে।

বিদেশের বহু সংস্থার আমন্ত্রণে এই মুহূর্তে শুভদীপ ও চিরন্তন নতুন গান তৈরি করছেন। এবারের পুজোয় তাঁদের বেশ কিছু নতুন কাজ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রকাশ হতে চলেছে।

নিজেদের পরিবেশনা ছাড়াও অন্যান্য শিল্পীদের নিয়ে দলগত প্রযোজনার ব্যাপারেও উৎসাহী এই দুই তরুণ শিল্পী। আশা করা যেতেই পারে, চিরন্তন ও শুভদীপের কাজের মধ্যে দিয়ে বাংলার সঙ্গীতজগতে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here