নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:
আলিপুরদুয়ার ২ নং ব্লকের ছোট চৌকিরবস গ্রামে ৮ কিলোমিটার এলাকা জুড়ে সৌর বিদ্যুৎচালিত ফেন্সিংয়ের ব্যবস্থা করল বন দফতর। বন দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা।
দিনের পর দিন হাতি এসে ক্ষতিগ্রস্ত করেছে গোটা গ্রাম। এলাকায় সন্ধে নামতেই জঙ্গল থেকে নেমে আসে হাতির দল।
এতে ক্ষতিগ্রস্ত হয় এলাকার কৃষিজীবী মানুষ। হাতির উপদ্রব থেকে বাঁচতে দীর্ঘদিন যাবত এলাকাবাসী বন দফতরের কাছে বিভিন্ন ভাবে অভিযোগ জানিয়ে এসেছেন। দীর্ঘ আন্দোলনের ফলে বন দফতর অবশেষে কৃষিজীবী মানুষের কথা মাথায় রেখে ফেন্সিংয়ের ব্যবস্থা করেছে। জানা গিয়েছে, ৮ কিলোমিটার এলাকা জুড়ে ফেন্সিং তৈরি করা হয়েছে।
আরও পড়ুনঃ পাকা ধানে হাতি, মাথায় হাত কৃষকদের
স্থানীয় যৌথ বন পরিচালন সমিতির সভাপতি মতিলাল দেবনাথ জানান, “৮ কিলোমিটার জায়গা জুড়ে ব্যারিকেড করা হয়েছে। হাতির তাণ্ডব নিয়ন্ত্রণ করার জন্যই এই ব্যবস্থা। হাতির স্বভাব ছিল গ্রামে ঢোকার। এখনও হাতি গ্রামে ঢোকার চেষ্টা করে। কিন্তু সৌর বিদ্যুতের ফেন্সিং-এ বাধাপ্রাপ্ত হয়ে ফিরে যায়।”
বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত জানান, “ছোট চৌকিরবস ও ছিপড়া এলাকায় একটি বড় ফেন্সিংয়ের কাজ হয়েছে। কৃষিকাজের সাথে যুক্ত থাকা সাধারণ মানুষ খুব উপকৃত হয়েছেন। ওই গ্রামে হাতির উপদ্রব অনেকটাই কমানো সম্ভব হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584