অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান

0
275

বদরুল আলম, নিউজফ্রন্ট,হুগলি:

আজ হুগলি জেলার গোঘাট থানার বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল ।

নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক মানস মজুমদার , অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পরমার্থ ঘোষ , খলিসানি কলেজের প্রাক্তন ছাত্র সংসদের জি.এস সোমনাথ ধাড়া , ছাত্র নেতা আশিক হোসেন সহ কলেজের সমস্ত অধ্যাপক – অধ্যাপিকা , ছাত্র – ছাত্রীরা ।  বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশ চন্দ্র মহাবিদ্যালয়ের ছাত্র  সংসদ সূত্রে জানা গেছে , আজ সমস্ত প্রথম বর্ষের নবাগত ছাত্র – ছাত্রীদের চন্দনের ফোঁটা ও গোলাপ ফুল  দিয়ে বরণ করে নেওয়া হয় ।

নৃত্য পরিবেশনে কলেজের ছাত্রী।

নবাগত ছাত্র – ছাত্রীদের বরণ পর্বের পর এক মননশীল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছাত্র – ছাত্রীরা নৃত্য ও সঙ্গীত  পরিবেশন করে ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here