সুদীপ পাল,বর্ধমানঃ
পূর্ব রেলের তরফে শনিবার রাতে টুইটারেই প্রথম জানানো হয় পুজোর চারদিন অর্থাৎ ১৬,১৭,১৮ ও ১৯ অক্টোবর একটি বেশি ট্রেন চলবে বর্ধমান – কাটোয়া লাইনে।ট্রেন বাড়ানোর ফলে বর্ধমান জেলায় ঠাকুর দেখার দর্শনার্থী বাড়বে বলে মনে করা হচ্ছে কারণ বর্ধমানে ঠাকুর দেখতে গেলে বাস স্ট্যান্ডে চলে আসতে হত সন্ধ্যা ৭ টায়। কাটোয়া যাবার শেষ বাস বর্ধমান থেকে ছাড়ে সাড়ে সাত টায়।এতে ঠাকুর পুজোর উদ্যোক্তারা যে আলোর ঝর্ণা করেন তা তাঁরা উপভোগ করতে পারতেন না।
দিনে ঠাকুর দেখেই সন্তুষ্ট থাকতে হত।এখন ট্রেন বাড়ায় সন্ধ্যের মধ্যে আর ফিরতে হচ্ছে না।এতে ঠাকুর দেখা আরও উপভোগ্য হয়ে উঠছে।ট্রেনটি বর্ধমানে ছাড়বে রাত ৮ টা যা কাটোয়া পৌছবে রাত ৯ টা ৪০ মিনিটে।কিন্তু নিত্য যাত্রীদের দাবী ট্রেন চালানো হোক পুজোর পরেও।আগেও বহুবার ট্রেন বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে কিন্তু রেলের তরফে কোন আশ্বাস মেলেনি।এই ট্রেন শুধু চারদিন নয় সারা বছর চালানো হোক।এতে সবার উপকার হবে।
আরও পড়ুনঃ প্রবীণদের পুজো দেখার জন্য বিশেষ বাস
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584