এই পুজোতে সিনেমা হলে

0
155

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

পুজো মানেই নতুন জামা, পুজোবার্ষিকী বই, পুজোর গান। আর এবার যুক্ত হল আরেকটি নাম- পুজোর সিনেমা। লকডাউনে বেশ কিছু ছবি রেডি হয়েও ঘরবন্দি৷ তবে, করোনা এবং তার সন্তান লকডাউনের ভ্রূকুটি সামলে ১৫ অক্টোবর খুলছে সিনেমা হল, মাল্টিপ্লেক্স, থিয়েটার।

কনটেনমেন্ট জোনের বাইরে খোলা যাবে হল। মোট আসন সংখ্যার ৫০ শতাংশ সিট ব্যবহার করা যাবে। টিকিট পাওয়া যাবে অনলাইনে। এই অবধি প্রায় সকলেই জানেন। কিন্তু এই মুহূর্তে জেনে নেওয়ার বিষয় হল কোন কোন ছবি এই পুজোয় আসছে হলে।

আরও পড়ুনঃ দিদির বাড়িতে ‘সুপার সানডে ধামাকা’

আসছে উইন্ডোজ প্রযোজিত অরিত্র মুখার্জি পরিচালিত ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। রয়েছেন ঋতাভরী চক্রবর্তী, সোহম মজুমদার, সোমা ব্যানার্জি, মানসী সিনহা, অম্বরীশ ভট্টাচার্য, নীল মুখার্জি সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ ‘অনুরাগ’ বলে ভালোবাসা আর ভাল থাকার গল্প

দেবালয় ভট্টাচার্যের ‘ড্রাকুলা স্যার’। মুখ্য ভূমিকায় মিমি চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, রুদ্রনীল ঘোষ।

সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় সৌকর্য ঘোষাল পরিচালিত ছবি ‘রক্তরহস্য’। মুখ্য চরিত্রে কোয়েল মল্লিক। তা ছাড়াও রয়েছেন লিলি চক্রবর্তী, চন্দন রায় সান্যাল, শান্তিলাল মুখার্জি, ঋতব্রত মুখার্জি, বাসবদত্তা চ্যাটার্জি সহ আরও অনেকে।

আরও পড়ুনঃ এক্সক্লুসিভঃ পার্বতীর ‘কুসুম কাহিনি’

সুরিন্দর ফিল্মস-এর প্রযোজনায় রাজীব কুমারের পরিচালনায় ‘লভ স্টোরি’। রয়েছেন বনি সেনগুপ্ত, ঋত্বিকা সেন, রেশমি সেন, সুপ্রিয় দত্ত। সঙ্গীত পরিচালনায় স্যাভি।

এ ছাড়াও মুক্তির তালিকায় আছে ‘এস ও এস কলকাতা’, ‘ধর্মযুদ্ধ’, ‘হাবজি গাবজি’, ‘সাহেবের কাটলেট’, ‘মায়াকুমারী’, ‘সূর্যবংশী’, ‘টেনেট’, ‘৮৩’।

সুতরাং বোঝাই যাচ্ছে,আর বেশিদিন বাকি নেই হল খুলতে। ফলে, হলের সব দিক খতিয়ে দেখে নেওয়ার কাজে লেগে পড়েছেন হল মালিকরা। এই মুহূর্তে কোনও বিগ বাজেটের ছবি রিলিজ করানো হবে না বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here