মহামারী মোকাবিলায় ত্রাণ তহবিলে দাতাদের অনুপ্রেরণা যোগানোর নয়া উদ্যোগ চিত্রশিল্পীর

0
33

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দানে সাধারণ মানুষদের উৎসাহ বৃদ্ধি করতে অভিনব উদ্যোগ বালুরঘাটের চিত্র শিল্পীর। করোনা মোকাবিলায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করলেই, সম্পূর্ণ বিনামূল্যে অর্থদাতার ছবি একে দিচ্ছেন বালুরঘাট শহরের চিত্রশিল্পী শুভাশিষ চক্রবর্তী।

drawing | newsfront.co
ত্রাণ দাতাদের ছবি আঁকছেন শিল্পী। নিজস্ব চিত্র

কারণ করোনা মোকাবিলায় ঘরবন্দি জীবনের পাশাপাশি লকডাউনকে সফল করতে গোটা দেশের মানুষ যখন স্বেচ্ছায় নিজেদেরকে গৃহবন্দী করতে বাধ্য হয়েছেন। সেই সময় দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের রথতলা এলাকার বাসিন্দা পেশায় চিত্রশিল্পী শুভাশিষ চক্রবর্তী নিজের বাড়িতে বসেই, এঁকে চলেছেন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দাতাদের ছবি।

আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অবসরপ্রাপ্ত কর্মীর অনুদান

কারণ ত্রাণ তহবিলে দানের বিষয়ে সাধারণ মানুষদের মধ্যে যাতে আরও উৎসাহের জোয়ার আসে, তার জন্যই এই উদ্দেশ্য বলে জানান তিনি।এমনকি বিগত দিনগুলিতে চিত্র শিল্পী শুভাশিষ চক্রবর্তীকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সক্রিয় থাকতে দেখা না গেলেও, সোমবার চিত্র শিল্পী শুভাশিষবাবু নিজের ফেসবুক থেকে একটি ভিডিও পোস্ট করেন।

যে ভিডিওটির দ্বারা তিনি তার সোশ্যাল মিডিয়ার সমস্ত বন্ধুদের করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করার অনুরোধ জানানোর পাশাপাশি ত্রাণ তহবিলে অর্থ দানে আগ্রহ বৃদ্ধির জন্য জনসাধারণের এক প্রস্তাব দেন। এদিন তিনি বলেন, ‘যদি কেউ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ দান করেন তাহলে তিনি সেই অর্থদাতার ছবি বিনামূল্যে একে দেবেন’।

পেশাদার চিত্র শিল্পীর এহেন আহ্বানে শুনে সোমবার সোশ্যাল মিডিয়া মারফৎ পাঁচ জন অর্থদাতারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা অর্থের রসিদ এবং একটি ছবি শিল্পীর মোবাইলে পাঠাতে শুরু করেন।

এদিকে চিত্র শিল্পী তার দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য আজ সকাল থেকেই অর্থদাতাদের ছবি আঁকতে শুরু করেন।এমনকি শিল্পীর আহ্বানে সাড়া দিয়ে শিলিগুড়ির এক অধ্যাপক প্রবীর কুণ্ডুও একইভাবে রসিদসহ নিজের ছবি পাঠান।

এ বিষয়ে এমন অভিনব ভাবনা প্রসঙ্গে বালুরঘাটের এক অংকন ছাত্রী জানায়, “শুভাশিষ দা শুধু জেলার নয়, রাজ্য তথা দেশীয় ক্ষেত্রেও একজন খ্যাতনামা চিত্রশিল্পী যিনি আমাদের কাছে রোল মডেল”।

অপরদিকে এ বিষয়ে শিল্পীর বাল্যকালের বন্ধু জানান, ” এরকম সময়ে শিল্পী হিসাবে শুভাশিষ যে পদক্ষেপ গ্রহণ করেছে, সেজন্য কোন প্রশংসায় যথেষ্ট নয়”। অন্যদিকে চিত্র শিল্পী শুভাশিষ চক্রবর্তীর বলেন, ত্রাণ তহবিলে দানের বিষয়ে মানুষদের আগ্রহ বৃদ্ধি করতেই তার এই উদ্যোগ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here