নিজস্ব সংবাদদাতা,ওয়েব ডেস্কঃ
আর কিছুক্ষণের অপেক্ষা। তারপরই বিদায় নেবে ২০২০। এই মহামারীর বছরে প্রচুর নতুন শব্দ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে। যেমন, বিশ্বব্যাপী মহামারী পরিস্থিতিকে বোঝাতে ‘প্যানডেমিক’ শব্দটি ব্যবহার করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। সেটাই এখন সবচেয়ে চর্চিত শব্দবন্ধে পরিণত হয়েছে।

সাধারণত, যে কোনও সংক্রামক রোগের প্রকোপ রুখতে ছোঁয়াচ এড়িয়ে চলা এবং নিভৃতবাসই হল মোক্ষম দাওয়াই। করোনাকালে তাই একে একে আবির্ভাব হয়েছে কোয়ারেন্টাইন, আইসোলেশন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিংয়ের মতো শব্দগুলি। নতুন শব্দের মধ্যে রয়েছে লকডাউন-আনলকও।
আরও পড়ুনঃ নতুন বছরের গোড়াতেই সব রাজ্যে ভ্যাকসিনের ড্রাই রান শুরু
সংক্রমণের শৃঙ্খল ভাঙতে যাবতীয় কিছু স্তব্ধ করে দেওয়া এবং পুনরায় খুলে দেওয়ার নামই হল লকডাউন ও আনলক। এই গোত্রের মধ্যেই পড়ে কন্টেইমেন্ট জোন(কোনও এলাকায় মানুষের গতিবিধি নিষিদ্ধ করা) শব্দটি। এছাড়া কো মরডিটি, কমিউনিটি স্প্রেড (গোষ্ঠী সংক্রমণ), হার্ড ইমিউনিটি, অ্যাসিম্পম্যাটিকের মতো ভারী ভারী শব্দও আছে যা এ বছর অভিধানে জায়গা করে নিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584