রঙ্গিলা খাতুন, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দির রাজা বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স প্রাঙ্গণে বুধবার বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। উল্লেখ্য গ্রীষ্মের ছুটি অবিলম্বে বন্ধ করে কলেজ চালু করার দাবিতে কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ দেখান তাঁরা।
আরও পড়ুনঃ রাজ্য সরকারের সমস্ত প্রকল্প নিয়ে গান লিখলেন বিডিও
শুধু কলেজ খোলার দাবিতে এই বিক্ষোভ তাই নয় কলেজের প্রত্যেকটি অনুষ্ঠানে অধ্যাপক অধ্যাপিকাদের সহ কলেজ কর্তৃপক্ষকে উপস্থিত থাকার জন্য এই বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বলে জানা গিয়েছে। বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স এর অধ্যক্ষকে এই বিষয়টা জানানো হলে তিনি এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিচার বিবেচনা করবেন এমনটাই জানিয়েছেন। সব মিলিয়ে বুধবারের দিন কান্দি বীরেন্দ্র চন্দ্র কলেজ অফ কমার্স প্রাঙ্গন উত্তপ্ত থাকলো তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের জেরে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584