নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ






নববর্ষের আনন্দে মেতে উঠতে জেলার পিকনিক স্পট গুলিতে উপছে পড়া ভীড়।শীতের কুয়াশা সরিয়ে আনন্দে উচ্ছ্বাস চোখে পড়ার মত।পর্যটন কেন্দ্র গুলি যেন জন অরণ্যে পর্যবসিত।আর এই পর্যটন কেন্দ্রগুলিতে জেলার বিভিন্ন অংশ থেকে যেমন এসেছেন পর্যটকরা তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ্প এসেছেন পাহাড় ঝর্ণা নদীর টানে।সকাল থেকেই মুকুটমনিপুর শুশুনিয়া গাঙদুয়া মেজিয়ার তারাপুর ঝিল জয়পুরের সমুদ্র বাঁধ সহ সর্বত্রই লোকেলোকারণ্য।বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই সংখ্যাটা একলাফে কয়েক গুন বেড় গেছে। সব মিলিয়ে বর্ষ বরণে মাতোয়ারা মানুষ।
জল জঙ্গল পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে মুকুটমনিপুরে এসে ‘ডিয়ার পার্ক’ ঘুরে দেখেন না এমন মানুষ খুব কম আছেন। এখানকার জলাধারের সুবিশাল জলরাশি পেরিয়ে পর্যটকরা পৌঁছে যাচ্ছেন বনপুকুরিয়া ডিয়ার পার্কে।এছাড়াও ঘোরাফেরা শেষে খানিক অবসরে ‘মুসাফিরাণা’য় খানিক জিরিয়ে নিচ্ছেন মানুষ।
অন্যদিকে একই ছবি শুশুনিয়া পাহাড়েও। তিল ধারণের জায়গা নেই।অসংখ্য পিকনিক পার্টির পাশাপাশি ছুটির দিনে প্রকৃতির কোলে অবসর যাপনের জন্যও এসেছেন অনেকে। এছাড়াও মেজিয়ার তারাপুর ঝিলেও পরিযায়ী পর্যটকদের ভীড় বেড়েছে।এখানেও পর্যটকদের জন্য বোটিং এর ব্যবস্থা আছে। ঠাণ্ডাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঝিলের জলে বোটিং করছেন অনেকে।সব মিলিয়ে বছরের প্রথম দিন জমজমাট বাঁকুড়ার ছোট বড় সব পর্যটন কেন্দ্রগুলি।আর পর্যটন কেন্দ্রগুলির ব্যবস্থাপনাতেও খুশী আসা পর্যটকরা।






আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রীর বাড়ির অফিস থেকে ধৃত এক আততায়ী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584