বর্ষ বরণে জল জঙ্গল পাহাড়ের টানে লোকারণ্য বাঁকুড়া

0
106

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ

new year celebration at bankura
রঙিন রাস্তা।নিজস্ব চিত্র
new year celebration at bankura
যানের গুঁতোগুতি।নিজস্ব চিত্র
new year celebration at bankura
কেনা কাটি।নিজস্ব চিত্র
new year celebration at bankura
অনামিকা বন্দ্যোপাধ্যায়,পর্যটক।নিজস্ব চিত্র
new year celebration at bankura
স্মৃতি সংরক্ষণে নিজস্বী।নিজস্ব চিত্র
new year celebration at bankura
সাওয়ারির খোঁজ।নিজস্ব চিত্র

নববর্ষের আনন্দে মেতে উঠতে জেলার পিকনিক স্পট গুলিতে উপছে পড়া ভীড়।শীতের কুয়াশা সরিয়ে আনন্দে উচ্ছ্বাস চোখে পড়ার মত।পর্যটন কেন্দ্র গুলি যেন জন অরণ্যে পর্যবসিত।আর এই পর্যটন কেন্দ্রগুলিতে জেলার বিভিন্ন অংশ থেকে যেমন এসেছেন পর্যটকরা তেমনি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ্প এসেছেন পাহাড় ঝর্ণা নদীর টানে।সকাল থেকেই মুকুটমনিপুর শুশুনিয়া গাঙদুয়া মেজিয়ার তারাপুর ঝিল জয়পুরের সমুদ্র বাঁধ সহ সর্বত্রই লোকেলোকারণ্য।বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই সেই সংখ্যাটা একলাফে কয়েক গুন বেড় গেছে। সব মিলিয়ে বর্ষ বরণে মাতোয়ারা মানুষ।
জল জঙ্গল পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যের টানে মুকুটমনিপুরে এসে ‘ডিয়ার পার্ক’ ঘুরে দেখেন না এমন মানুষ খুব কম আছেন। এখানকার জলাধারের সুবিশাল জলরাশি পেরিয়ে পর্যটকরা পৌঁছে যাচ্ছেন বনপুকুরিয়া ডিয়ার পার্কে।এছাড়াও ঘোরাফেরা শেষে খানিক অবসরে ‘মুসাফিরাণা’য় খানিক জিরিয়ে নিচ্ছেন মানুষ।
অন্যদিকে একই ছবি শুশুনিয়া পাহাড়েও। তিল ধারণের জায়গা নেই।অসংখ্য পিকনিক পার্টির পাশাপাশি ছুটির দিনে প্রকৃতির কোলে অবসর যাপনের জন্যও এসেছেন অনেকে। এছাড়াও মেজিয়ার তারাপুর ঝিলেও পরিযায়ী পর্যটকদের ভীড় বেড়েছে।এখানেও পর্যটকদের জন্য বোটিং এর ব্যবস্থা আছে। ঠাণ্ডাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে ঝিলের জলে বোটিং করছেন অনেকে।সব মিলিয়ে বছরের প্রথম দিন জমজমাট বাঁকুড়ার ছোট বড় সব পর্যটন কেন্দ্রগুলি।আর পর্যটন কেন্দ্রগুলির ব্যবস্থাপনাতেও খুশী আসা পর্যটকরা।

new year celebration at bankura
নিজস্ব চিত্র
new year celebration at bankura
নৌকা বিহার।নিজস্ব চিত্র
new year celebration at bankura
আদর।নিজস্ব চিত্র
new year celebration at bankura
ঘাটে ফেরা।নিজস্ব চিত্র
new year celebration at bankura
সাগর চট্টোপাধ্যায়,পর্যটক।নিজস্ব চিত্র
new year celebration at bankura
তারাপদ সিং সর্দার,নৌকা চালক।নিজস্ব চিত্র

 

আরও পড়ুন: প্রাক্তন মন্ত্রীর বাড়ির অফিস থেকে ধৃত এক আততায়ী

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here