তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
একদিকে প্রবল বৃষ্টি অপরদিকে ভারত বনধ এরই মাঝে আজ সব কিছুকে উপেক্ষা করে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দিপা সরকার ও সহকারি সভাপতি তপন দেব সিং দায়িত্বভার নিলেন।দায়িত্ব বুঝে নিয়েই পঞ্চায়েত সমিতির নতুন সভাপতি দিপা সরকার জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প গুলি সঠিকভাবে কালিয়াগঞ্জ ব্লকে রূপায়ন করাই হবে তার প্রথম কাজ।তাছাড়া গ্রামের রাস্তাঘাট থেকে পানীয় জল ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা সব কিছু তিনি বিশেষভাবে নজর দেবেন।তিনি আরও বলেন গ্রামের সমস্ত উন্নয়নমূলক কাজ করবেন তার দলের সাথে সমন্বয় রেখে।যেমন প্রত্যেককে নিয়ে গ্রামের সার্বিক উন্নয়ন করবেন তিনি আমি নই আমরা হিসেবে।তিনি বলেন নিজে যেহেতু একজন মহিলা সেই কারণেই গ্রামের মহিলাদের প্রতি সার্বিক উন্নয়নে তার বিশেষ নজর থাকবে।
দীপা দেবী বলেন সবকিছুই করা হবে স্বচ্ছতা বজায় রেখে। অন্যদিকে সহসভাপতি তপন দেব সিং বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দেখানো পথেই তারা গ্রামের সার্বিক উন্নয়ন করবে।রাস্তাঘাট থেকে পানীয় জলের যেমন ব্যবস্থা করা হবে তেমনই কন্যাশ্রী যুবশ্রী সবুজ সাথী প্রকল্পগুলি সুবিধা যাতে গ্রামের মানুষেরা বেশি করে পায় তার দিকে নজর রাখবেন সব সময়। তিনি বলেন প্রতিটি কাজ করবেন দলের সাথে সমন্বয় রেখে। অন্যদিকে কালিয়াগঞ্জ ব্লকের তৃণমূল সভাপতি দধীমোহন দেব শর্মা বলেন আগামী দিনে আরো ভালো ভালো কাজ এই পঞ্চায়েত সমিতি যাতে করতে পারে তার জন্য তার দলের পঞ্চায়েত সমিতির সদস্যদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন তিনি।এদিন দধী বাবুকে প্রশ্ন করা হয় তাদের পঞ্চায়েত সমিতি কি দলের সাথে সমন্বয় রেখে কাজ করবেন নাকি আলাদা ভাবে একলা চলো নীতি নিয়ে চলবে এই প্রশ্ন উত্তর দধীবাবু বলেন পঞ্চায়েত সমিতির সব সময় কাজ করবে দলের সাথে সমন্বয় রেখে।এখানে আমি নই আমরাকে প্রাধান্য দেওয়া হবে।এদিন নতুন সভাপতি ও সহকারী সভাপতি দায়িত্বভার গ্রহণ করায় তাদের শুভেচ্ছা জানাতে আসেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পৌরপতি কার্তিক চন্দ্র পাল ও বেশ কিছু তৃণমূলের কর্মী সমর্থকরা।সকলেই এই পঞ্চায়েত সমিতির সার্বিক সাফল্য কামনা করে।তবে এদিন প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্যকে দেখা না যাওয়ায় দলের মধ্যে প্রশ্ন উঠছে তাহলে কি নিতাই বাবু অন্য কিছু ভাবছেন?না হলে আজ এই শুভদিনে একটি ফুলের স্তবক নিয়েও নতুন সভাপতিকে বরণ করতে দেখা গেল না কেন।
আরও পড়ুনঃ ধর্মঘটের সমর্থনে পিকেটিং এ আহত দুই এসইউসি কর্মী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584