নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
আর মাত্র কয়েকদিন। তারপরেই শুরু হবে নতুন বছর। আগামী বছর ছুটির দিনে কী করবেন সেই প্ল্যান এখন থেকেই শুরু করে দিয়েছেন সবাই। ছুটির দিন মানেই ব্যাঙ্কের কাজকর্মও বন্ধ থাকবে। তাই নতুন বছর শুরু হওয়ার আগেই জেনে নিন ২০২১-এ কতদিন বন্ধ থাকবে সরকারি ব্যাঙ্ক।
২৬ জানুয়ারি মঙ্গলবার, প্রজাতন্ত্র দিবস। ১১ মার্চ, বৃহস্পতিবার- শিবরাত্রি। ২৯ মার্চ, সোমবার- দোল উৎসব। ১ এপ্রিল, বৃহস্পতিবার- ক্লোজিং অ্যাকাউন্ট। ২ এপ্রিল, শুক্রবার- গুড ফ্রাইডে। ১৪ এপ্রিল, বুধবার- আম্বেদকর জয়ন্তী। ২৫ এপ্রিল, রবিবার- মহাবীর জয়ন্তী। ১ মে, শনিবার- মে দিবস। ১৩ মে, বৃহস্পতিবার- ইদ-উল-ফিতর। ২৬ মে, বুধবার- বুদ্ধ পূর্ণিমা।
আরও পড়ুনঃ থালা বাজিয়ে ‘মন কি বাত’-বয়কট আন্দোলনরত কৃষকদের
২০ জুলাই, মঙ্গলবার- ইদ-উদ-আঝা। ১৫ আগস্ট, রবিবার- স্বাধীনতা দিবস। ১৯ আগস্ট, বৃহস্পতিবার- মহরম। ৩০ আগস্ট, সোমবার- জন্মাষ্টমী। ২ অক্টোবর, শনিবার- মহাত্মা গান্ধী জয়ন্তী। ১৫ অক্টোবর, শুক্রবার- বিজয়া দশমী। ৪ নভেম্বর, বৃহস্পতিবার- দীপাবলি। ১৯ নভেম্বর, শুক্রবার- গুরুনানক জয়ন্তী এবং ২৫ ডিসেম্বর, শনিবার- বড়দিন। ২০২১এর এই দিনগুলোতেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584