প্রীতম সরকার, উত্তর দিনাজপুরঃ
থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা রক্ত পাবে না! এটা হয় নাকি ! তাই ব্লাড ব্যাংকে এসে রক্ত দিয়ে গেলেন চোপড়ার যুবকরা।প্রতি বছর বেশ ঘটা করেই রক্তদান শিবিরের আয়োজন করেন সদস্যরা। সেই দাতাদের প্রচুর রক্ত নিয়ে এসে দেওয়া হতো ইসলামপুর হাসপাতালে। করোনা ভাইরাসের জন্য এ বছর রক্তদান শিবির বন্ধ ।
তাই মঙ্গলবার ইসলামপুর মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকে উপস্থিত হন, চোপড়ার লিমরা সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা।এদিন তারা স্বেচ্ছায় রক্তদান করেন সেখানে।
আরও পড়ুনঃ নিজে ভিনরাজ্যে আটকে, তবুও লোক দিয়ে খাদ্যসামগ্রী বিতরন ওয়ার্ডে
তবে এ বিষয়ে সংস্থার সভাপতি মহম্মদ ফায়াদ মতি জানান, “তারা অনেক মানুষকে নিয়ে রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই মুহূর্তে তারা বড় ক্যাম্পের আয়োজন করতে পারছেন না। তাই চোপড়া থেকে সরাসরি ব্লাড ব্যাংকে এসে তারা এদিন রক্তদান করলেন। যদি ব্লাড ব্যাংকে রক্ত না থাকে, তাহলে অনেক মানুষের জীবন সংকটে এসে দাঁড়াবে”। তাই তাদের এই জরুরী পরিষেবা বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584