নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউন পরিস্থিতিতে দুঃস্থ শিল্পীদের পাশে থেকে মানবতার উদ্যোগ নিলো ভারতীয় গণনাট্য সংঘ, লেখক শিল্পী সংঘ উত্তর দিনাজপুর জেলা কমিটি।
জেলা জুড়ে সকাল থেকেই মাঝেমাঝে বৃষ্টি হয়েছে। শনিবার রায়গঞ্জে এ বি টি এ-এর জেলা অফিসে একসঙ্গে শতাধিক শিল্পীর হাতে কিছু প্রয়োজনীয় জিনিষপত্র তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ আমপান ক্ষতিগ্রস্তদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন
করোনার লকডাউনে শিল্পীরা পরিস্থিতির শিকার হয়েছেন। কেউ ঢাক বাজিয়ে সংসার চালান, কেউ বাঁশি শিল্পী, কেউ বা খন গান বা তবলা শিখিয়ে সংসার চালনা করেন।
বর্তমান পরিস্থিতিতে সেই সব দুঃস্থ শিল্পীদের পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন জেলা বামফ্রন্ট সম্পাদক অপুর্ব পাল। শিল্পীদের কিভাবে দুর্বিসহ জীবন কাটছে, কিভাবে সেই সংকটময় পরিস্থিতিতে চলতে হচ্ছে সেই কথা তুলে ধরেছিলেন শিল্পীরা নিজেরাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584