নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
২৫ শে সেপ্টেম্বর শুক্রবার কলকাতার এনআইএ-র বিশেষ আদালত ছত্রধর মাহাতো সহ ৩০ জনকে তলব করেছে । তাই শুক্রবার কলকাতার এনআইএ-র বিশেষ আদালতে হাজিরা দেবেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো।
২০০৯ সালের ১৪ই জুন লালগড়ে সিপিএম কর্মী প্রবীর মাহাতো খুন এবং ২৭ শে সেপ্টেম্বর জেল বন্দী ছত্রধর মাহাতোর মুক্তির দাবিতে ঝাড়গ্রামের বাঁশতলা স্টেশনে ভুবনেশ্বর-নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেস আটক করার ঘটনার পুনর্তদন্ত শুরু করে এনআইএ।
আরও পড়ুনঃ বিশেষ শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ মেদিনীপুরে
সেই সূত্রে গত ২৮ ও ২৯ শে আগস্ট পশ্চিম মেদিনীপুর জেলার শালবনীর কোবরা ক্যাম্পে ছত্রধর মাহাতো কে জেরা করা হয়েছিল। শুক্রবার কলকাতায় এনআইএ -র বিশেষ আদালতে হাজিরার পাশাপাশি শনিবার ছত্রধর মাহাতো কে ফের শালবনীর কোবরা ক্যাম্পে জেরা করার জন্য এনআইএ ডেকে পাঠিয়েছে। এনআইএ সূত্রের খবর, আগের জেরায় ছত্রধর মাহাতো সন্তোষজনক জবাব না দেওয়ায় তাকে ফের জিজ্ঞাসাবাদ করা হবে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে দাম নিয়ন্ত্রণের অভিযানে নেমে খালি হাতে ফিরতে হল অভিযানকারি দলকে
২৫ ও ২৬ সেপ্টেম্বর পর পর দুইদিন একদিন আদালতে ও একদিন ছত্রধর মাহাতো কোবরা ক্যাম্পে হাজিরা দেবেন বলে জানান। ছত্রধর মাহাতো বলেন আমি কলকাতার এনআইএ-র বিশেষ আদালতে হাজিরা দেবো সেই সঙ্গে ২৬ শে সেপ্টেম্বর শালবনী তে কোবরা ক্যাম্পে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের সামনে গিয়ে দাঁড়াবো ।
তিনি বলেন তৃণমূলের রাজ্য সম্পাদক হওয়ার পর আমার রাজনৈতিক কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল দেখে ভয় পাচ্ছে বিজেপি ।তাই আমাকে আটকাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কে লেলিয়ে দেওয়া হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584