নিমতিতা কাণ্ডে এনআইএ-র তলব তৃণমূল প্রার্থী ইমানি বিশ্বাসকে

0
176

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

নিমতিতা বিস্ফোরণ কাণ্ডে ফের এনআইএ-এর জেরার মুখে আবার পড়তে চলেছেন সুতির তৃণমূল কংগ্রেস প্রার্থী ইমানি বিশ্বাস। মনোনয়ন জমা দেওয়ার পর ভোটের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। তার মধ্যেই ফের জেরার মুখে পড়তে চলেছেন তিনি। আগামী সপ্তাহের মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারীদের সামনে হাজিরা দিতে হবে তাঁকে।

Emani Biswas | newsfront.co
ইমানি বিশ্বাস। ছবি: ফেসবুক

এর আগে গত ১৮ মার্চ ইমানিকে জেরা করেন তদন্তকারীরা। ওইদিন দু’দফায় প্রায় ৪ ঘণ্টা ধরে তাঁকে জেরা করা হয়। তবে সে বার ইমানির কথায় তদন্তকারীরা ‘সন্তুষ্ট’ হতে পারেননি বলে জানা যায়। তাই নির্বাচনের মধ্যেই ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল তাঁকে।

আরও পড়ুনঃ ভোট চলাকালেই চিটফান্ড কাণ্ডে বড় পদক্ষেপ, কুণাল ও শতাব্দীর সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

গত ১৭ ফেব্রুয়ারি রাতে নিমতিতা স্টেশনে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন রাজ্যের শ্রমমন্ত্রী জাকির হোসেন। এখনও চিকিৎসাধীন তিনি। সেই ঘটনায় সুতিরই বাসিন্দা আবু সামাদ এবং শহিদুল ইসলামকে গ্রেফতার করে সিআইডি। পরে তদন্তভার যায় এনআইএ-র হাতে। মন্ত্রী ট্রেন ধরবেন জেনে আবুই প্ল্যাটফর্মে বিস্ফোরক ভর্তি ব্যাগ রেখে দেন। তাঁর সঙ্গে পরিকল্পনায় যুক্ত ছিলেন শহিদুল এমনটাই জানা যায় তদন্তে।

আরও পড়ুনঃ কেরলে ভোটপ্রচারে গিয়েই রাম-বাম আঁতাতের ইঙ্গিত রাহুলের

ধৃতদের বয়ানের ভিত্তিতে ইমানিকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠায় এনআইএ। যদিও এখনও এই ঘটনায় ইমানির ভূমিকা সম্পর্কে স্পষ্ট কোন ধারণা পাওয়া যায়নি। তবে জাকির এবং ইমানি দু’জনেই ঔরঙ্গাবাদের বাসিন্দা। দু’জনেই বিড়ি কারখানার মালিক। একই দলে থাকলেও, দুই নেতার মধ্যে সম্পর্ক মোটেই ভালো ছিল না। এ নিয়ে তৃণমূলের তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here