মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
দেশজুড়ে নাইট কার্ফু জারি করল কেন্দ্রীয় সরকার। চতুর্থ দফার লকডাউন ঘোষণার পরই গাইডলাইন প্রকাশ করল স্বরাষ্ট্রমন্ত্রক। আগামীকাল থেকে ৩১ মে পর্যন্ত চলবে চতুর্থ দফার লকডাউন। এই ১৩ দিন কী করা যাবে আর কী করা যাবে না, কিসে মিলবে ছাড়, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে গাইডলাইনে।
রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়া গাইডলাইনে অত্যন্ত কেন্দ্রের গুরুত্বপূর্ণ ঘোষণা হল দেশজুড়ে নাইট কার্ফু জারির সিদ্ধান্ত। রাত ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত ১২ ঘন্টা দেশজুড়ে জারি থাকবে নাইট কার্ফু। চতুর্থ দফার লকডাউনে বন্ধ থাকবে বিমান, ট্রেন, মেট্রো।
এছাড়াও বন্ধ থাকবে হোটেল, রেস্তরাঁ, শিক্ষাপ্রতিষ্ঠান, শপিং মল, সিনেমা হল, সুইমিং পুল, জিম, পার্ক ও ধর্মীয় স্থানগুলি। লকডাউনে ৬৫ বছরের বেশি ও ১০ বছরের কম বয়সী, অন্তঃস্বত্তা মহিলা, কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের বাড়িতে থাকার নির্দেশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584