মেয়াদ শেষের আগেই মালদহের দুটি পুরসভার প্রশাসক ঘোষণা রাজ্যের

0
54

সায়নিকা সরকার, মালদহঃ

ইংরেজবাজার পুরসভায় বর্তমান চেয়ারম্যান নীহাররঞ্জন ঘোষকে প্রশাসক হিসেবে নিযুক্ত করল রাজ্য সরকার। ইংরেজবাজার পুরসভার প্রশাসক পদের এই কমিটিতে রাখা হয়েছে ভাইস-চেয়ারম্যান বাবলা সরকার সহ সিআইসি বোর্ডের চার কাউন্সিলরকে।

Niharranjan Ghosh | newsfront.co
নিজস্ব চিত্র

অন্যদিকে পুরাতন মালদহ পুরসভার প্রশাসক পদে চেয়ারম্যান কার্তিক ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নেতৃত্বে থাকবেন ভাইস-চেয়ারপার্সন চন্দনা হালদার। রাজ্য সরকারের পক্ষ থেকে মালদহের দুই পুরসভা এবং প্রশাসন কর্তৃপক্ষের কাছে এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে। মালদহে দুটি পুরসভারই মেয়াদ শেষ হচ্ছে ২৫ মে, সোমবার।

আরও পড়ুনঃ ঝাড়গ্রাম পরিদর্শনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

কিন্তু তার ঠিক ৭২ ঘণ্টা আগেই সরকারের আদেশ অনুযায়ী এই নির্দেশ নামা পাঠিয়ে দেওয়া হয়েছে জেলায়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন নিহার ঘোষ, ভাইস চেয়ারম্যান রয়েছেন বাবলা সরকার। সিআইসি বোর্ডের সদস্য রয়েছেন সুমালা আগারওয়ালা, চৈতালি সরকার, অম্লান ভাদুড়ি এবং আশীষ কুন্ডু। চেয়ারম্যান নীহার ঘোষের তদারকিতেই প্রশাসক গঠন করেই ভাইস চেয়ারম্যান এবং সিআইসি বোর্ডের চার জন সদস্যকে কমিটিতে রাখা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here