কোচবিহারের কর্মহীন দুঃস্থদের পাশে নিখিল বঙ্গ শিক্ষক সমিতি

0
33

মনিরুল হক, কোচবিহারঃ

করোনার সংক্রমণ রুখতে লকডাউনের ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে। আর তার জেরে স্তব্ধ হয়ে পড়েছে গোটা দেশ। মানুষ হয়েছে কর্মহীন।

nikhil bangla teacher association | newsfront.co
নিজস্ব চিত্র

১ মাসের বেশি দিন ধরে লকডাউন চলার জেরে খাদ্য সংকটে পরে অসহায় অবস্থা সাধারন মানুষের। আর সেটাকে কাজে লাগিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সমাজসেবী সংগঠন গুলো নেমে পড়েছে মাঠে।

তারা সারাদিন বিভিন্ন এলাকায় বা কেউ কেউ বাড়িতে গিয়ে গরীব দুঃস্থ সাধারন মানুষের হাতে তুলে দিচ্ছে খাদ্য সামগ্রী। আর সেই অসহায় মানুষের কথা ভেবে তাদের পাশে দাঁড়িয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিলেন শিক্ষক সংগঠন নিখিল বঙ্গ শিক্ষক সমিতি।

আরও পড়ুনঃ করোনার থাবা বস্ত্র বয়ন শিল্পে, সরকারি সাহায্যের আর্জি শিল্পীদের

মঙ্গলবার নিখিল বঙ্গ শিক্ষক সমিতি কোচবিহার সদর দক্ষিণ-পশ্চিম আঞ্চলিক শাখার পক্ষ থেকে ১২০টি অসহায় পরিবারের হাতে চাল, ডাল, তেল, সাবান, সয়াবিন ইত্যাদি তুলে দেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন এবিটিএর কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস, সংগঠনের সদর মহকুমা সম্পাদক সৌমেন দেবনাথ, দক্ষিণ-পশ্চিম আঞ্চলিক শাখার সম্পাদক রমেন সরকার, বিশিষ্ট সমাজসেবী নুর ইসলাম সহ অন্যান্যরা।

এবিটিএর কোচবিহার জেলা সম্পাদক সুজিত দাস বলেন, দীর্ঘ ১ মাস ধরে মানুষ কর্মহীন হয়ে রয়েছে, তাদের কাজ কর্ম বন্ধ হয়ে গেছে। ঠিকমত খেতে পারছে না মানুষ।

সেই কারনে ওই দুঃস্থ ১২০ টি পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হল এবিটিএর পক্ষ থেকে। আগামীতে যদি আরও লকডাউন বারে, তাহলেও তাদের পাশে থেকে আমরা সাধ্য মত সাহায্য করার চেষ্টা করব।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here