সুইডেনে ৮ যাত্রী ও পাইলট সহ ভেঙে পড়ল বিমান, মৃত ৯ জনই

0
139

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

বৃহস্পতিবার সুইডেনের ওরেব্রো শহরের বাইরে দুর্ঘটনার কবলে পড়ে একটি ডিএইচসি২ টার্বো বিভার বিমান। পুলিশ জানিয়েছে ভেঙে পড়া এই বিমানটিতে একজন পাইলট সহ আটজন স্কাইডাইভার ছিলেন, প্রাণ হারিয়েছেন এই নয় জনই।

Sweden plane crash
সৌজন্যেঃ রয়টার্স

সুইডিশ পুলিশের ওয়েবসাইট থেকে জানা গিয়েছে ওরেব্রো এয়ারপোর্টের রানওয়ের খুব কাছেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। যাত্রা শুরু করার ঠিক পরেই আগুন ধরে যায় বিমানটিতে।

বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রী স্টেফান লেভন শোক প্রকাশ করেছেন একটি টুইটবার্তায়। দুর্ঘটনায় মৃতদের পরিবার পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ ভারত মেটায়নি বকেয়া কর, ফ্রান্সে ২০টি ভারতীয় সরকারি সম্পত্তি বাজেয়াপ্ত

উল্লেখ্য, ২০১৯ সালেও উত্তর সুইডেনেও একই রকম দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নয় জন যাত্রীই। তদন্তে জানা যায় অতিরিক্ত ওজনের কারণে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল বিমানটি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here