রাজ্যপালের ক্ষমতা ব্রিটেনের রাজার সমান, মুখ্যমন্ত্রীর বিস্ফোরক ৯ পাতার প্রতিবাদ পত্র রাজভবনে

0
116

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

যেকোনো রকম আর্থিক দুর্নীতি থেকে বেনিয়ম চোখে পড়লেই টুইটারে সক্রিয় হতে দেখা যায় রাজ্যপাল জগদীপ ধনকরকে। কিন্তু নবান্ন থেকে রাজভবনের ক্ষমতাও খর্ব করার চেষ্টা করা হচ্ছে, এমন অভিযোগও শনিবার সকালেই করেছিলেন রাজ্যপাল।

Mamata Banerjee | newsfront.co
মমতা বন্দ্যোপাধ্যায়

আর তার প্রত্যুত্তরেই রাজ্যপালকে তার ক্ষমতা ও স্থান বুঝিয়ে নবান্ন থেকে ৯ পাতার প্রতিবাদ পত্র পাঠালেন মুখ্যমন্ত্রী। বহুদিন বাদে রাজ্যপালের টুইটের প্রত্যুত্তরে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দেওয়ায় স্বাভাবিকভাবেই রং চড়েছে বিরোধী রাজনৈতিক শিবিরেও।

রাজ্যে আল কায়দা থেকে মাওবাদী কার্যকলাপ, গরুপাচার কাণ্ড সহ একের পর এক ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রমাগত আক্রমণ শানিয়ে টুইট করে গিয়েছেন রাজ্যপাল। তবে আল কায়দা কাণ্ডে ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় এদিন বিশেষভাবে ক্ষুব্ধ প্রতিবাদ পত্র পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুনঃ ক্যাগ রিপোর্টেই রাজ্যগুলিকে বঞ্চনাকে হাতিয়ার করে কেন্দ্রকে টুইট পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রীর

কড়া ভাষায় লেখা সেই চিঠিতে মমতা লিখেছেন, ‘ডিজি–কে দেওয়া তাঁর চিঠির ভাষা অত্যন্ত বেদনাদায়ক ও হতাশাব্যঞ্জক। ভিত্তিহীন এই অভিযোগে আমি ক্ষুব্ধ।’

এর পরেই রাজ্যপালকে তার ক্ষমতা সম্বন্ধে অবহিত করে মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যপালের ক্ষমতা ব্রিটেনের রাজার সমান। ভারতীয় সংবিধানের ১৬৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, রাজ্যের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করার কোনও অধিকার রাজ্যপালের নেই। আপনি রাজ্যের সাংবিধানিক প্রধান অথচ কেন্দ্রের শাসকদলের এজেন্ট হয়ে কাজ করছেন। রাজনৈতিক দলের প্রতিনিধি হয়ে উঠবেন না।’

আরও পড়ুনঃ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান লাইফ সাপোর্টে, ফের রাজ্য প্রশাসনকে নিশানা রাজ্যপালের

মুখ্যমন্ত্রীকে না জানিয়ে অন্য কোনও মন্ত্রী বা সরকারি আধিকারিকের সঙ্গে রাজ্যপাল আলোচনা করতে পারেন না, চিঠিতে এই কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি নেতা অর্জুন সিং জড়িত এক মামলার তদন্তের রিপোর্ট ডিজি–র কাছে কোনও রাজ্যপাল চাওয়ায় বোঝাই যাচ্ছে, এর পিছনে তাঁর কোনও ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে রয়েছে।

তিনি এদিন আবারও বলেন, ‘রাজ্যপাল রাষ্ট্রপতি দ্বারা মনোনীত আর মুখ্যমন্ত্রী জনগণের দ্বারা নির্বাচিত হন। সরকার ও রাজ্য পুলিশকে অপমান করেছেন করে রাজ্যকে অপরাধের স্বর্গরাজ্য বলেছেন। সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন।আপনার বক্তব্যে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়ে কারও মৃত্যু হলে আইন আপনাকে দায়ী করবে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here