লেখক শিল্পী সংঘের নবম জেলা সম্মেলন

0
169

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

ninth district conference of artists association
বিকাশ রঞ্জন ভট্টাচার্য।নিজস্ব চিত্র
ninth district conference of artists association
প্রতিনিধি।নিজস্ব চিত্র

সংগঠনকে আরও মজবুত করার শপথের মধ‍্য দিয়ে শেষ হলো লেখক শিল্পী সংঘের জেলা সম্মেলন।রবিবার মেদিনীপুর শহরের লোধা স্মৃতি ভবনে প্রয়াত ইন্দ্রনাথ বন্দ‍্যোপাধ‍্যায় প্রাঙ্গণে ও প্রয়াত ধীরেন বন্দ‍্যোপাধ‍্যায় ও প্রয়াত সুরজিত মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির নবম সম্মেলন। সম্মেলন শুরুর আগে লেখক, শিল্পীদের একটি বণার্ঢ‍্য মিছিল শহর পরিক্রমা করে। সম্মেলনে শুরুর আগে প্রকাশ‍্য সূচনা সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সমাবেশে উপস্থিত ছিলেন অরিন্দম চট্টোপাধ্যায়, তুষার পঞ্চানন, বঙ্কিম দত্ত,বিজয় পাল প্রমুখ নেতৃবৃন্দ। প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অরিন্দম চট্টোপাধ্যায়। সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী জেলা সম্পাদক বিজয় পাল। প্রতিবেদনের উপর আলোচনায় অংশ নেন ২০ জনেরও বেশি প্রতিনিধি। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্তের ১৬০ জন‌ প্রতিনিধি যোগ দেন। নিলয় মিত্র, লক্ষণ কর্মকার, কেয়া সেনকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী সম্মেলন পরিচালনা করেন। সম্মেলন শেষে ৭৫ জনের নতুন কমিটি ও ২১ জনের সম্পাদকমণ্ডলী গঠিত হয়েছে। কমিটির সমপাদক নির্বাচিত হয়েছেন কামারুজ্জামান ,সভাপতি নির্বাচিত হয়েছেন আজহারউদ্দিন খাঁন, কার্যকরী সভাপতি হয়েছেন নিলয় মিত্র, সংগঠনের পত্রিকা “শব্দের মিছিল”এর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বিজয় পাল।

ninth district conference of artists association
প্রকাশ্য সূচনা পর্ব।নিজস্ব চিত্র

আরও পড়ুন: ‘জ্বলদর্চির’ নববর্ষ সংখ্যা প্রকাশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here