নির্ভয়া ফান্ডের টাকা অন্যখাতে খরচ, অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে দাবি

0
73

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

‘নির্ভয়া ফান্ড’এর অধিকাংশ টাকাই নারী সুরক্ষার পরিবর্তে ব্যয় হয়েছে অন্য খাতে, চাঞ্চল্যকর তথ্য উঠে এলো অক্সফ্যাম ইন্ডিয়ার রিপোর্টে।

Nirbhaya Case | newsfront.co
প্রতীকী চিত্র

২০১২ সালের ১৬ ডিসেম্বর, রাজধানী দিল্লির বুকে নির্মম গণধর্ষণের শিকার হয়েছিলেন নির্ভয়া। এরপর তেরো দিন আপ্রাণ লড়াই করে মৃত্যুর কাছে হার মেনেছিলেন। তাঁর মৃত্যুর পরই অবশ্য গোটা দেশ গর্জে উঠেছিল। রাজধানী সাক্ষী হয়েছিল ঐতিহাসিক বিক্ষোভের৷

এই নির্ভয়া কাণ্ডের পর ২০১৩ সালে তৎকালীন ইউপিএ সরকার শুরু করেছিল ‘নির্ভয়া ফান্ড’৷ বরাদ্দ হয়েছিল ১০০০ কোটি টাকা৷ ঠিক হয়েছিল নারী ও শিশুকন্যাদের নিরাপত্তার জন্য খরচ করা হবে এই টাকা৷ কিন্তু পরবর্তীতে দেখা গেল যে উদ্দেশে এটি গঠন করা হয়েছিল, সেই খাতে খরচই করা হয়নি এই টাকা।

অধিকাংশ টাকাই খরচ হয়েছে রাস্তা নির্মাণ-সহ অন্যান্য প্রকল্পে। এমনকি কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিকরাও এ ব্যাপারে স্পষ্টভাবে কিছু জানেন না। এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অক্সফ্যাম ইন্ডিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার রিপোর্টে।

আরও পড়ুনঃ দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট

ফেব্রুয়ারি ২০২১ এ প্রকাশিত ওই রিপোর্টে অক্সফ্যাম ইন্ডিয়ার দাবি, ২০১৯-২০ অর্থবর্ষের বাজেটে নির্ভয়া তহবিলে ৪৩৫৭.৬২ কোটি টাকা বরাদ্দ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কিন্তু দেখা গিয়েছে ওই বরাদ্দের ৭৩ শতাংশ অর্থই গিয়েছে অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে।

আরও পড়ুনঃ বামেদের মিছিলেও ‘খেলা হবে’ স্লোগান, নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার শহর কলকাতা

স্বরাষ্ট্রমন্ত্রক ছাড়া কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ, তথ্যপ্রযুক্তি, রেল, সড়ক ও পরিবহণ মন্ত্রকেও নির্ভয়া তহবিলের টাকা দেওয়া হয়েছিল। রিপোর্ট থেকে জানা গিয়েছে অধিকাংশ মন্ত্রকই আবার সেই টাকা খরচও করেনি। কিংবা খরচ করলেও তা সিসিটিভি, পথে আলোর সংখ্যা বাড়ানো অথবা রাস্তা তৈরির কাজে ব্যবহার করেছে।

অক্সফ্যাম ইন্ডিয়ার তরফে অমৃতা পিত্রে জানিয়েছেন, ওই টাকায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর উন্নয়ন, ফরেনসিক ল্যাবের উন্নয়ন এবং সাইবার অপরাধ মোকাবিলার পরিকাঠামো উন্নয়নের কাজ হয়েছে। অর্থাৎ কোনোভাবেই তহবিল থেকে মহিলারা সরাসরি উপকৃত হননি।

পাশাপাশি রিপোর্টে দাবি করা হয়েছে, নির্ভয়া তহবিল খাতে সাম্প্রতিক বাজেটে যে পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে তাও পর্যাপ্ত নয়। প্রধানত পাঁচটি রাজ্য দিল্লি, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং মহারাষ্ট্রের জন্য সবচেয়ে বেশি টাকা এই তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গ-সহ অধিকাংশ রাজ্যেই নির্ভয়া তহবিলের টাকা অনেকটাই কম বরাদ্দ করা হয়েছে, এমনটাই অভিযোগ করা হয়েছে ওই রিপোর্টে। এছাড়া বাকি ২৭ শতাংশ টাকা খরচই হয়নি এখনো পর্যন্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here