মনিরুল হক, কোচবিহারঃ
জল কমতেই শুরু হয়েছে নদী ভাঙন। সেটাও খুব বেশী দূরে নয়, কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট লাগোয়া এলাকায় তোর্সা নদীর ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যেই ভেঙে নদী গর্ভে চলে গিয়েছে বেশ কিছু বাড়ির ভিটে। অনেকেই ভাঙনের আশঙ্কায় ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন। কিন্তু সেখানে রাজ্যের ক্ষমতাসীন দলের কোন জন প্রতিনিধি বা প্রশাসনিক কর্তার দেখা মেলে নি। অথচ আজ দিল্লি থেকে ফিরেই ওই ভাঙন এলাকা পরিদর্শন করলেন কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে জয়ী বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।
ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলে তাঁদের সহায়তার প্রতিশ্রুতিও দিলেন সাংসদ। পরে সাংবাদিকদের বললেন, “এর আগেই আমরা পুরসভা ও প্রশাসনকে স্মারকলিপি দিই, তোর্সা নদীর ভাঙ্গনে এই এলাকার বাসিন্দারা বিপদে পড়তে পারেন বলে জানানো হয়েছিল। কিন্তু তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়ার কোন উদ্যোগ নেওয়া হয় নি। এবার ভাঙন শুরু হলে প্রশাসন বা রাজ্যের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের কোন জনপ্রতিনিধি, পুরসভার চেয়ারম্যান কেউ এসে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান নি। আমরা দ্রুত প্রশাসনিক কর্তাদের সাথে কথা বলে কি করে তাঁদের পুনর্বাসন দেওয়া যায়, সেই চেষ্টা করবো।”
আরও পড়ুনঃ সামান্য বৃষ্টিতেই জলঙ্গীতে ধ্বসে গেল নবনির্মিত স্টেডিয়াম
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, তোর্সা নদীর ওই ভাঙ্গনে এবছর এখনও পর্যন্ত ৩০ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পরিবার গুলো সংলগ্ন কোন ক্লাবের ঘরে বা রাস্তার উপড়ে আশ্রয় নিয়ে রয়েছেন বলে জানা গিয়েছে। এদিন সাংসদের ওই পরিদর্শনের পরে ক্ষতিগ্রস্তরা কতটা সহযোগিতা পান, এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584