মনিরুল হক, কোচবিহারঃ
ক্ষোভ বিক্ষোভ ভুলে দলীয় প্রার্থীকে নিউ কোচবিহার ষ্টেশন গিয়ে স্বাগত জানাতে গেলেন কোচবিহারের বিজেপি কর্মী সমর্থকরা।আজ দুপুরে দলের কোচবিহার জেলা কার্যালয় থেকে মোটর সাইকেল নিয়ে বিজেপির ওই কর্মী সমর্থকরা নিউ কোচবিহার স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। ট্রেন থেকে নামলে তাঁকে ষ্টেশন থেকে কোচবিহার শহরে মোটর সাইকেল র্যােলি করে নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে।
এদিন স্টেশনে যাওয়ার আগে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক অনুপম দে বলেন, “প্রার্থী নিয়ে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি যা ছিল। সব মিটে গিয়েছে। কোচবিহারের মানুষ বিজেপিকে চাইছে। কে প্রার্থী হয়েছে, এটা আমাদের কাছে বড় কথা নয়। আমরা বিজেপিকে জেতাবো, এটাই আমাদের লক্ষ্য।”
গতকাল দিল্লীতে বিজেপির প্রার্থী তালিকা ঘোষণা হয়। কোচবিহার কেন্দ্রে প্রার্থী করা হয় সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা নিশীথ প্রামাণিককে। কিন্তু তাঁকে নিয়ে জেলার বিজেপি নেতা কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। প্রকাশ্যে বিরোধিতা করে প্রার্থী বদলের দাবি জানানো হয়। দলের জেলা সভাপতি মালতি রাভাকে ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়।
আরও পড়ুনঃ নিশীথের বিরুদ্ধে দীপককে প্রার্থী করার ভাবনা বিজেপি জেলা নেতৃত্বের
এদিনও দলীয় কার্যালয়ের ভিতরে দুই পক্ষের হাতাহাতি পর্যন্ত হয়। কিন্তু শেষ পর্যন্ত একটা অংশ বিরোধ ভুলে নিশীথ প্রামাণিককে প্রার্থী মেনে নিয়ে তাঁকে স্বাগত জানাতে স্টেশনে রওনা হওয়ায় কিছুটা হলেও স্বস্তিতে কোচবিহারের বিজেপি নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584