মনিরুল হক,কোচবিহারঃ
প্রার্থী হয়ে ফিরে এসেই তৃণমূলে থাকা তাঁর সহযোদ্ধাদের আহ্বান জানালেন কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।গতকাল কোচবিহারে ফিরে বিজেপি জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নিশীথ প্রামাণিক। সেখানেই তিনি বলেন, “কোন অংশে আবেগ প্রবন হয়ে এতদিন তৃণমূল যুব কংগ্রেসের সাথে যুক্ত থেকে ভুল করেছিলাম।” এরপরেই তিনি বিজেপিতে গিয়ে মর্যাদা পেয়েছে বলে জানিয়ে বলেন, “ যারা এখনও তৃণমূলে রয়েছেন, আমার সেই সব বন্ধু সহ যোদ্ধারা আপনারাও তৃণমূল ছেড়ে বিজেপিতে আসুন যোগ্য সম্মান পাবেন।না হলে আমাদের দেখে জ্বলে পুড়ে মরবেন।”
তৃণমূল যুব কংগ্রেসে কোচবিহার জেলা সাধারণ সম্পাদক হয়ে থাকার সময় মূলত দিনহাটায় শক্তিশালী সংগঠন তৈরি করেছিলেন নিশীথ প্রামাণিক। জেলার অন্যান্য অংশেও তাঁর কিছুটা হলেও সংগঠন রয়েছে।পঞ্চায়েত নির্বাচনে নির্দল হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বহু পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের ১ টি আসনে নিজের অনুগামীদের জিতিয়ে আনতে সক্ষম হয়েছিলেন।দল তাঁকে বহিষ্কার করার পরেও ফের ফিরিয়ে নেওয়ার আশায় তাঁর অনুগামী নেতা ও জনপ্রতিনিধিরা অপেক্ষায় ছিলেন। বিজেপিতে যোগদানের আগে তাঁরা কোলকাতায় গিয়ে নিশীথ প্রামাণিকের সাথে দেখাও করেন। তাঁদের নিশীথ প্রামাণিকের সাথে দিল্লিতে গিয়ে একসাথে যোগদান করার জন্য বলা হয় কিন্তু অনেকেই তাতে রাজী না হয়ে ফিরে আসেন।
শুধু তাই নয়,এদের মধ্যে অন্যতম জেলা পরিষদের নির্দল সদস্য কৃষ্ণকান্ত বর্মণ সহ অনেকেই জানান তাঁরা তৃণমূল কংগ্রেসেই ফিরবেন বলে স্পষ্ট ভাবে জানিয়ে দেন।এরপর তৃণমূল তাঁদের অনেককেই দলে অন্তর্ভুক্ত করে নেয়।
আরও পড়ুনঃ কোচবিহারে নিশীথের ওপরেই আস্থা বিজেপির
এদিন সাংবাদিক সম্মেলনে তাদেরকেই নিশীথ বিজেপিতে আসার আহ্বান জানিয়েছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।তবে নিশীথ প্রামাণিকের ওই আহ্বানে সারা দিয়ে শেষ পর্যন্ত কেউ দলবদল করেন কিনা, এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584