মনিরুল হক, কোচবিহারঃ
ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে কোচবিহারে ১৬৬টি বুথে পুননির্বাচনের দাবি তোলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। আজ বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ডিসি/আরসিতে গিয়ে জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে এই দাবি জানান বলে জানা গেছে।
এদিন জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকের সাথে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক বলেন, ‘কোচবিহারে যে সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না সেই সমস্ত বুথে পুননির্বাচনের দাবি তোলা হয়েছে। এবং লোকসভা কেন্দ্রের ১৬৬টি বুথে মারাত্মক ভাবে ছাপ্পা ও রিগিংয় হয়েছে। মানুষ ভোট দিতে দেওয়া হয়নি। ওই বুথ গুলিতে পুননির্বাচন করতে হবে।
আরও পড়ুনঃ দিনহাটায় তৃণমূল কর্মীদের সাথে বচসায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক
’ তিনি আরও জানান, নির্বাচন কমিশন স্কুটনি করছে। আমাদের কাছেও প্রমান ছিল সেগুল আমরা রিটার্নিং অফিসারের হাতে তুলে দিয়েছি।প্রসঙ্গত, ভোট শেষ হতেই ছাপ্পা ও রিগিংয়ের অভিযোগ তুলে ধর্নায় বসল বিজেপি। আজ সন্ধ্যায় কোচবিহার গুঞ্জবাড়ি এলাকায় পলেটেকনিক কলেজে ডিসি/আরসির সামনে ধর্নায় বসেন দলীয় প্রার্থী নিশীথ প্রামাণিক সহ বিজেপি নেতা কর্মীরা।
সেই সময় কোচবিহার কোতায়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়ের সঙ্গে নিশিথের দেহ রক্ষীর বসচা বাঁধে। সেই সময় নিশিথের দেহরক্ষী আই সি কলাট ধরে ধাক্কা দিতে থাকে। পরে সেখানে কিন্তু একটা নিশিথের দেহরক্ষী ও আইসির মধ্যে ধুন্ধুমার শুরু হয়। তাঁর পরে রাত ৮ টা ২০ নাগাদ বিজেপি তাঁদের সেই ধরনা তুলে নেন।
একজন কর্মরত পুলিশ অফিসারের গায়ে হাত দেওয়াটা কতটা যুক্তি সম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন রাজনৈতিক মহলে। তাঁর পর আজ সকালে গিয়ে ডিসি/আরসিতে গিয়ে জেলার রিটার্নিং অফিসার ও কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584