করোনা নেগেটিভ হওয়ায় ৬ ঘন্টা অপেক্ষার পরেও মেডিক্যাল কলেজে বেড পেল না রোগী

0
69

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

করোনা পরিষেবা দিতে গিয়ে অন্যান্য রোগীরা পরিষেবা পাচ্ছেন না, এমন অভিযোগ মাঝেমধ্যেই করছেন একাধিক রোগীর পরিবার। ঠিক এমনই অভিজ্ঞতা হল কাঁকুড়গাছি বাসিন্দা ৫৬ বছর বয়সী ভোলা মন্ডলের।

Calcutta Medical | newsfront.co
ফাইল চিত্র

তীব্র জ্বর শ্বাসকষ্ট গা হাত পা ফুলে যাচ্ছে মুখ দিয়ে মাঝেমধ্যে গ্যাজলা পড়ছে, এরকম একাধিক উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল ৭ টা নাগাদ তাকে কলকাতা মেডিকেল কলেজে নিয়ে আসে পরিবার।

এমার্জেন্সি ডাক্তাররা দেখে করোনা পরীক্ষা করার সুপারিশ করে করোনা পরীক্ষা করার পর রিপোর্টে দেখা যায় নেগেটিভ। এরপর বেডের জন্য অপেক্ষা করতে বলা হয়।

আরও পড়ুনঃ ফের পুলিশ হেফাজতে মৃত্যু! স্বরাষ্ট্রসচিব ও ডিজি–র কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

পরিবারের অভিযোগ, দীর্ঘ ছয় ঘন্টা অপেক্ষা করার পর বলা হয় বেড নেই। মাথায় আকাশ ভেঙে পড়ে পরিবারের। সেই অবস্থাতেই আবারও অটো ভাড়া করে এনআরএসের এর উদ্দেশ্যে রওনা দেয় পরিবার।

আরও পড়ুনঃ বেসরকারি হাসপাতালের ফাইনের টাকায় অপুষ্টিতে ভোগা শিশুদের ডিম খাওয়াবে স্বাস্থ্য কমিশন

পরিবারের বক্তব্য প্রথমেই বলতে পারত বেড নেই, তাহলে দীর্ঘ ছয় ঘন্টা এখানে কষ্ট করে না থেকে অন্য হাসপাতালে নিয়ে যেতে পারতাম আমরা। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, করোনা পজিটিভ হলে বেড ছিল, কিন্তু মেডিসিন ওয়ার্ডে বেড খালি নেই। শেষ পর্যন্ত এনআরএস হাসপাতালে ভর্তি করতে হয় রোগীকে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here