সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমানের গানের শিক্ষক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আগাম জামিনের আবেদন খারিজ করল বর্ধমানের বিশেষ পকসো আদালত। ছাত্রীদের কুপ্রস্তাব দেওয়া এবং শ্লীলতাহানিরর অভিযোগে তিনি অভিযুক্ত। গ্রেপ্তার এড়াতে আইনজীবী সৈয়দ মহম্মদ ইয়াসিন, স্বপন বন্দ্যোপাধ্যায়, উদয় কোনার ও মুন্সি আসাদুজ্জামান অভিযুক্তের হয়ে আগাম জামিনের আবেদন করলেও তা নাকচ করে দিল পকসো আদালত। অভিযুক্তের পক্ষে যুক্তি দেওয়া হয় – প্রথমত ঘটনার অনেকদিন পর অভিযোগ দায়ের তথা এফআইআর করার পিছনে শাস্তি নয় অন্য উদ্দেশ্য থাকতে পারে। দ্বিতীয়ত ম্যাসেঞ্জারে পাঠানো মেসেজ যে গানের শিক্ষকই পাঠিয়েছেন তাও নিশ্চিত করে বলা যাচ্ছে না সেগুলি অন্য কেউ পাঠাতে পারে। তৃতীয়ত শিক্ষকের গানের স্কুল রয়েছে। তাই তার জামিন মঞ্জুর করা হোক। কিন্তু সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য, প্রতিটি শিক্ষককে সমাজ আলাদা মর্যাদা দেয়। সে কথা ভেবেই এতদিন সবাই চুপ ছিলেন। অভিযুক্ত গানের শিক্ষকের আগাম জামিনের আবেদন খারিজ করে দেন পকসো আদালতের বিচারক পার্থপ্রতিম দত্ত। উল্লেখ্য, হরিসভা হিন্দু হাইস্কুলের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীর মা অভিযোগ দায়ের করেছিলেন যে, মেয়ের সঙ্গে ফেসবুকে বন্ধুত্ব করে নানা অশালীন চ্যাট পাঠাত কল্যাণ। শুধু তাই নয় মেয়ের শ্লীলতাহানিও করে সে। এই বিষয়ে শিক্ষকের সাথে কথা বলতে গেলে তার ও মেয়ের আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার কথা বলেছিল কল্যানবাবু। একজন শিক্ষক তার ছাত্রীকে কিভাবে অশালীন মেসেজ পাঠায় তা নিয়ে বিস্মিত বিচারক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584