নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাসের প্রথম সপ্তাহে বেশিরভাগ এটিএমে টাকা না থাকায় সমস্যায় পড়েছেন ইসলামপুরের বাসিন্দারা। শুধু মাসের প্রথম দিকে নয়, লকডাউনের শুরু থেকেই ইসলামপুরের সিংহভাগ এটিএমে টাকা না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

শহরের অধিকাংশ এটিএমের ঝাঁপবন্ধ। কোথাও ‘নো ক্যাশ’ বোর্ড লাগানো। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় গ্রাহকদের। কোনো এটি এম আবার পুরোপুরি বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ নিসর্গের তান্ডবে লণ্ডভণ্ড মহারাষ্ট্র, আহত ৭
এ বিষয়ে উত্তর দিনাজপুর লিড ডিস্ট্রিক্ট ব্যাঙ্কের ম্যানেজার এল ডি ভুটিয়া বলেন, ‘জেলায় বিভিন্ন ব্যাঙ্কের শতাধিক এটিএম রয়েছে। প্রযুক্তিগত কারণে কিছু এটিএমে লেনদেন বন্ধ রয়েছে।
তবে এটিএমে টাকা না থাকার কোনও কারণ নেই। করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্বের বিষয়টিকে মাথায় রেখে এটিএমে টাকা সরবরাহ সচল এবং স্বাভাবিক রাখা হয়েছে।
আমরা সম্প্রতি ব্যাঙ্কগুলিকে নিয়ে বৈঠক করেছি। টাকা নিয়ে জেলায় কোনও সমস্যা নেই। ফলে টাকা না থাকাজনিত সমস্যা হওয়ার কথা নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584