অব্যাহত ‘নো এন্ট্রি’, সাথে আতসবাজিতে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

0
78

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাজি এবং মণ্ডপে প্রবেশ নিয়ে দুই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েই ফেলল হাইকোর্ট। একদিনে যেমন কালীপূজা এবং ছটপূজায় রাজ্যে সমস্ত ধরনের বাজি কেনাবেচা ও ফাটানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল কলকাতা হাইকোর্ট, তেমনই দুর্গাপূজার মতই কালীপূজা, ছটপুজো, জগদ্ধাত্রী পুজো থেকে কার্তিক পুজোতেও মণ্ডপে নো এন্ট্রি ঘোষণা করল হাইকোর্ট।

Calcutta Highcourt | newsfront.co
ফাইল চিত্র

রাজ্যের নির্দেশে দুর্গাপূজায় ক্লাবগুলির সক্রিয়তায় যেমন কোভিড সংক্রমণের হার বাড়েনি, তেমনই এবারেও ক্লাবগুলিকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আরও পড়ুনঃ শাহ’র দলিত প্রীতি লোক দেখানো দাবি অধীরের

প্রসঙ্গত, করোনা সংক্রমণের কারণে এমনিতেই বহু রোগীর শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। আতসবাজি পোড়ালে সেই শ্বাসকষ্ট আরও বাড়তে পারে, এমন আশঙ্কায় মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পাশাপাশি বাজির উপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতে দায়ের হয় জনস্বার্থ মামলা ৷ আর সেই মামলার রায়তেই চলতি বছরে বাজি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশ দিল বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ ৷

আরও পড়ুনঃ খড়দহ থেকে সেক্টর ফাইভ এসি বাস পরিষেবা

প্রায়শই বিভিন্ন মামলা নিয়ে ভর্ৎসনার মুখে পড়তে হয় পুলিশকে। তবে হাইকোর্টের রায় অনুযায়ী চলতি বছরে দুর্গাপূজা পরিচালনা করার জন্য কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করল কলকাতা হাইকোর্ট।

একই সঙ্গে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে রবীন্দ্র সরোবরে ছট পুজোর জন্য কোনওরকম অনুমতি দেবে না কলকাতা পুলিশ। উল্টে নজরদারি রাখতে হবে কেউ বা কারা নিয়ম ভেঙে সেখানে ছট পুজো করার চেষ্টা করছে কিনা। আর সেই অনুযায়ী রিপোর্ট দিতে হবে আদালতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here