ছুটি তালিকা না মেলায় সমস্যায় শিক্ষকরা

0
678

নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ

বাৎসরিক ছুটির তালিকা না মেলায় বিপাকে দক্ষিণ দিনাজপুর জেলার প্রাথমিক বিদ্যালয়গুলি। নির্ধারিত সময়ের তিনমাস অতিক্রান্ত হতে চললেও বিদ্যালয় পরিদর্শকের হেলদোল নেই বলেই অভিযোগ। ছুটির তালিকা না থাকায় নিতে পারছে না পরীক্ষা। ঘটনায় ক্ষোভ জেলার শিক্ষামহলে। বোর্ড থেকে কোনো ছুটির লিস্ট না আসায় শিক্ষকদেরও ছুটি দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) মৃণাল কান্তি রায় সিংহ।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার ১৭টি চক্রে রয়েছে ১১৮৪টি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষকের সংখ্যা ৪৫০৯জন। স্কুল চালনার ক্ষেত্রে চরম বিপাকে এই শিক্ষকরা। কেননা বছরের শুরুতে রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড থেকে ছুটি সংক্রান্ত একটি তালিকা বের করা হয়। সেটি জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরে আসলে ছুটির সম্পূর্ণ তালিকা তৈরি করে সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু জানুয়ারিতে সেই তালিকা পাওয়ার কথা থাকলেও এপ্রিল মাসেও তা মেলেনি। ফলে পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে শুরু করে প্রাপ্য ছুটি থেকে বঞ্চিত সমস্ত শিক্ষক ও পড়ুয়ারা। বছরে তিনটি ধাপে পরীক্ষা নেওয়া হয় প্রাথমিক স্কুলগুলিতে। এপ্রিল মাসেও একটি পরীক্ষা হওয়ার কথা। এদিকে ছুটির লিস্ট বা পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য না পাওয়ায় ক্ষোভ দেখা দিয়েছে প্রাথমিক শিক্ষকদের মধ্যে।

এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা এবিপিটিএর জেলা সম্পাদক শঙ্কর ঘোষ বলেন, বাৎসরিক পরীক্ষার সময় সূচি থাকে ওই তালিকায়। এছাড়া কবে ছুটি রয়েছে তা সেই তালিকা থেকেই পাওয়া যায়। কিন্তু এখনও তা মেলেনি জেলার স্কুলগুলোতে। সাধারণ সরকারি ছুটিতেও তারা কি করবেন বুঝতে পারেছেন না। জেলা বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি দায়সাড়া উত্তর দেন। বলেন যা মনে হয় করুন। ফলে চরম বিপাকে তারা। এমনকি বালুরঘাট সদর সার্কেলে পাঠ্য পুস্তক সরবরাহ এখনও হয়নি। ফলে পঠনপাঠনে বিপাকে পড়ুয়ারাও।
অন্যদিকে এবিষয়ে জেলা স্কুল পরিদর্শক(প্রাথমিক) মৃণাল কান্তি রায় সিংহ জানান, “বোর্ড থেকেই তাদের কোনো ছুটির তালিকা দেওয়া হয়নি এখনও। সেক্ষেত্রে তারা সেই তালিকা কি করে দেবেন। তারা তো আর নিজে থেকে ছুটির তালিকা তৈরি করে দিতে পারবেন না। আর পরীক্ষা বছরে তিনবার হয়। ১২মাসকে ৩ দিয়ে ভাগ করলেই শিক্ষকরা হিসেব পেয়ে যাবেন কবে পরীক্ষা নিতে হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here