বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় শংসাপত্র হাতে পেয়েও সংশয়

0
220

শ্যামল রায়,বর্ধমানঃত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কাটোয়া মহুকুমার পাঁচটি ব্লকে বিরোধীদের কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিলেন তৃণমূলের প্রার্থীরা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের শংসাপত্র হাতে পেলেও কোটের রায়ের দিকে তাকিয়ে জয়ী প্রার্থীরা।
জানা গিয়েছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী ওই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা বোর্ড গঠনের কোনরকম কাজে অংশ নিতে  পারবেন না। এই নিয়ে কিছুটা হলেও অস্বস্তির মধ্যে রয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীরা। কবে নাগাদ কোটের রায় হবে সেই অপেক্ষায় দিন গুনছেন জয়ী প্রার্থীরা।
তবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব কোর্টের রায় বের হলেই ভাল নাহলে কোটে বিষয়টি ঝুলে থাকলে উন্নয়নের দিক থেকে অনেকটাই ক্ষতি সাধন হবে।
তাই মহামান্য বিচারকের রায়ের অপেক্ষায় দিন গুনছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী শাসক দলের প্রার্থীরা।
প্রসঙ্গত উল্লেখ থাকে যে কাটোয়া মহকুমায় পাঁচটি ব্লকের ৪৬ টি গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা হল ৬৩৫টি। মহাকুমায় রয়েছে ১১ টি জেলা পরিষদের আসন সংখ্যা। পাঁচটি ব্লকের পঞ্চায়েত সমিতির আসন সংখ্যা রয়েছে ১৪৪ টি। প্রতিটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করা প্রার্থীদের শংসাপত্র তুলে দিয়েছেন স্থানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক রা ও মহকুমাশাসক সৌমেন পাল।
রবিবার এই ব্যাপারে মহকুমা শাসক সৌমেন পাওয়া জানিয়েছেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল প্রার্থীদের শংসাপত্র দেওয়ার কাজ শেষ হলেও তাদের বলা হয়েছে যে সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই চলতে হবে সবাইকে।
কাটোয়া ২নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত  মজুমদার জানিয়েছেন যে কোর্টের রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। বিরোধীরা প্রার্থী দিতে না পারলে সেই দোষটা আমাদের উপর বর্তাবে কেন এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি?
তিনি আরও জানিয়েছেন যে রাজ্য সরকারের ব্যাপক উন্নয়নমুখী কাজ হয়েছে। উন্নয়নের কাছে যে কেউ প্রার্থী হলে গোহারা হারবে  জানতে পেরে বিরোধীদের দলের কেউ প্রার্থী হতে চায়নি। তাই তন্নতন্ন করে এলাকায়  প্রার্থী খুঁজে পায়নি বিরোধী নেতারা। এলাকায় এলাকায় প্রচার অভিযানে অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে তোলপাড় হলেও বিরোধীদের কোন যুক্তি গ্রাহ্য হয়নি আমজনতার কাছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন তিনি মূলের প্রার্থীরা।
তবে সুব্রত মজুমদার আরও জানিয়েছেন যে বিরোধীরা আদালতে গিয়ে উন্নয়নকে রুখে দেয়ার চেষ্টা করলেও তাতে কোন ফল হবেনা।
সিপিআইএম নেতা প্রাক্তন বিধায়ক অঞ্জন চট্টোপাধ্যায় জানিয়েছেন যে কাটোয়া মহুকুমা জুড়ে মনোনয়নপত্র দাখিল থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক সন্ত্রাস করেছে হামলা সংঘটিত করেছে তাদের কর্মী-সমর্থকদের ওপর। নাশের হুমকি দেখিয়েছে তাই প্রার্থী হতে চায়নি অনেকেই‌। এক দিকে পুলিশের নজরদারি অন্যদিকে শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের বাড়বাড়ন্তে বিরোধীরা নাজেহাল।

ফিচার ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here