মারণ ব্যাধি ঠেকাতে প্রশাসনের কাছে ব্যবস্থার আর্জি বাসিন্দাদের

0
26

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

কথায় আছে সব তীর্থ বারবার, কিন্তু গঙ্গাসাগর একবার। আর এই গঙ্গাসাগরেই দেখা গেলো না নোভেল করোনা ভাইরাস সতর্কীকরণ।

Gangasagar \ newsfront.co
সাগরে লঞ্চে যাত্রীরা। নিজস্ব চিত্র

এই গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য ভিন রাজ্য থেকে পাড়ি দিচ্ছে বহু পূণ্যার্থী। পাঞ্জাব, মধ্যপ্রদেশ ,ঝাড়খণ্ড,বিহার বিভিন্ন রাজ্য থেকে আসছে পুণ্যার্থীরা।

bridge | newsfront.co
সেতু পার।নিজস্ব চিত্র

তারা নোভেল করোনা ভাইরাসকে উপেক্ষা করে পূণ্যস্নান লাভের জন্য আসছেন এই পূণ্যতীর্থ গঙ্গাসাগরে। যেখানে বিশ্বের দ্বিতীয় তম তীর্থস্থান গঙ্গাসাগর সেখানেই দেখা গেল না, করোনা ভাইরাসের কোন সতর্কীকরণ বার্তা।

আরও পড়ুনঃ করোনা আতঙ্কে রায়গঞ্জে বন্ধ পক্ষীনিবাস, সিনেমা হল

আজ মারণ অসুখ ভয়ংকর রূপ নিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। করোনা ভাইরাস সমগ্র বিশ্ব জুড়ে মহামারীর আকার ধারণ করেছে।

Sekh Absar Ali | newsfront.co
সেখ আবসার আলি, সিভিক ভলেন্টিয়ার। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সংক্রমণ এড়াতে বন্দরে নাবিকদের থার্মাল ক্লিনিং পরীক্ষায় মেডিক্যাল টিম

গঙ্গাসাগর যেতে হলে পার হতে হয় কাকদ্বীপ। আর সেখানে নেই কোন স্যানিটেশনের ব্যবস্থা। নেই কোন জলধারা, কর্মীদের মাক্স এবং অত্যাধুনিক পোশাকের ব্যবস্থা। যারা কিনা প্রত্যেকদিন ভিন রাজ্যের পুণ্যার্থীদের নদী পারাপার করতে সাহায্য করে। ভিন রাজ্য থেকে পুণ্যার্থীরা আসছে এ রাজ্যে।

যদি তাদের থেকে হয়ে যায় নোভেল করোনা ভাইরাস। এ নিয়ে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা । মারণ ব্যাধি নিয়ন্ত্রণ করতে কিছু ব্যবস্থা করার জন্য স্বাস্থ্য আধিকারিক দফতর ও প্রশাসনের কাছে আবেদন জানান বাসিন্দারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here