নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
কথা ছিল বৃহস্পতিবার থেকে রায়গঞ্জের রাস্তায় বেসরকারি বাস চলাচল করবে। কিন্তু আজ বেসরকারি বাস রাস্তায় নামেনি। মূলত বাস মালিকদের সঙ্গে বাস কর্মীদের সমঝোতা না হওয়াই বাস না নামার কারণ বলে জানা গিয়েছে। এই নিয়ে দিনভর চলেছে একে অপরকে দোষারোপ করার পালা।
জানা গিয়েছে, রাজ্য সরকার বেসরকারি বাস সংগঠনের সঙ্গে বৈঠক করে আজ থেকে রাস্তায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছিল। রায়গঞ্জ বাস ওনার্স অ্যাসোসিয়েশন সেই সিদ্ধান্তের বিষয়ে শ্রমিক সংগঠনের নেতাদের নিয়ে বৈঠকে বসে। বৈঠকে শ্রমিক সংঠনের পক্ষ থেকে নিরাপত্তার জন্য প্রত্যেক শ্রমিকের বিমার দাবি জানানো হয়।
আরও পড়ুনঃ পরিবার নিয়ে হোম কোয়ারেন্টাইনে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়
এছাড়াও বাস কর্মীদের করোনা সুরক্ষার পোষাক, হ্যান্ড স্যানিটাইজ়ার দেওয়ার দাবি জানানো হয়। বিমা সংস্থা মালিকপক্ষের সেই দাবি নাকচ করায় বাস মালিকরা শ্রমিকদের সেই দাবিতে রাজি হননি। এর ফলে বেসরকারি বাস রাস্তায় নামানো যায়নি বলে জানিয়েছেন মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584