বিজয় মৃত্যুতে বিজেপির ডাকা বনধে সচল গয়েশপুর

0
95

নিজস্ব সংবাদদাতা, নদীয়াঃ

নদীয়ার গয়েশপুরের বিজয় শীলের মৃত্যুকে কেন্দ্র করে রাজনৈতিক টানা পোড়েন চরম আকার নেয়। মৃত বিজয় শীল বিজেপি কর্মী এই দাবি তুলে সোমবার বিজেপি সকাল ৬ টা থেকে ১২ ঘণ্টা কল্যাণী এবং গয়েশপুর বনধের ডাক দিয়েছে। কিন্তু এই বনধকে ঘিরে এলাকায় তেমন সাড়া পাওয়া যায়নি।

BJP Rally | newsfront.co
সল্টলেকে বিজেপির প্রতিবাদ। নিজস্ব চিত্র

কল্যানী ও গয়েশপুরে সব দোকানপাটই খোলা। রাস্তায় নিত্যদিনের মত গাড়ি চলছে। বিজেপির জেলা, রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করেছে বিজয় শীল তাঁদের দলের একনিষ্ঠ কর্মী। একই দাবি তৃণমূলেরও।

দুটি রাজনৈতিক দল তাঁদের কর্মী বলে দাবি করলেও বিজয় শীলের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে তাঁদের ছেলে বিজয় কোনওদিন রাজনীতি করেনি। কোনও রাজনৈতিক দলের সঙ্গে বিজয়ের যোগাযোগ ছিল না।

আরও পড়ুনঃ করোনা থেকে মুক্তি পেতে গোমূত্র পান! কলকাতায় হোটেল কর্মীর মৃত্যু

কিন্তু পদ্মশিবির নাছোড়বান্দা বিজয় শীল তাঁদের দলের কর্মী এই দাবিতে। বিজেপি সরাসরি তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে এই ঘটনায়। এই ইস্যুতে ১২ ঘণ্টা বনধের পাশাপাশি সোমবার থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি।

আরও পড়ুনঃ খড়্গপুরের কলাইকুণ্ডায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু এক জওয়ানের

কল্যাণী, গয়েশপুরের পাশাপাশি হুগলির ডানকুনি থানাতেও মিছিল করে গিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। যুবকের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করে দোষীদের শাস্তীর দাবিতে বিক্ষোভ চলে। বিজয় শীলের মৃত্যুর ঘটনায় থমথমে গোটা গয়েশপুর এলাকা। এলাকায় যথেষ্ট পুলিশ মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যে মিছিল করার অপরাধে কল্যাণী থেকে ৬ জন বিজেপি কর্মীকে আটকও করেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here