নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
যখন করোনা ভাইরাসের আতঙ্ক গ্রাস করেছে গোটা দেশ সহ বিশ্বকে। এই রাজ্যের প্রথম সারির পর্যটন কেন্দ্রে শিরোপা আদায় করেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দীঘা পর্যটনকেন্দ্র। কিন্তু করোনা আবহে দুশ্চিন্তায় দিন গুজরান করছেন পর্যটন এলাকার মানুষরা।
কয়েক হাজার হোটেল রয়েছে এই পর্যটন কেন্দ্রে। প্রতিদিন কয়েক হাজার মানুষের আনাগোনা থাকে গোটা সমুদ্র সৈকত এলাকায়। জেলার শেষ প্রান্তে অবস্থিত সমুদ্র সৈকত দীঘা। দীঘার মানুষের রুটি-রুজির বলতে হোটেল ,স্টল, দোকান, এবং যাত্রী বহনকারী ভ্যান, অটো,টোটো, ,ট্যাক্সি পরিবহণ। রুটি রোজগার সমস্ত বন্ধ।
আরও পড়ুনঃ কোচবিহারের প্রাণ তোর্সা নদীতে দেখা গেল বিলুপ্তপ্রায় শুশুক, ভিড় স্থানীয়দের
হেঁসেলে টান পড়েছে মধ্যবিত্তের কপালে। বন্ধ মার্কেট । মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারছে না। সমস্ত হোটেল বন্ধ। চরম বিপাকে পর্যটন শিল্পে নির্ভরশীল মানুষজন।। সকলের একটাই প্রার্থনা ,করোনা নামক এক অশুভ শক্তিকে দূর করে আবার ছন্দে ফিরুক দীঘা, তবেই জুটবে দুমুঠো ভাত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584