ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা লকডাউনের দ্বিতীয় পর্যায়ে মদ বিক্রির উপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র সরকার।
আসামে শুরু হয়েছিল মদ বিক্রি, অন্যদিকে দু-একটি রাজ্যে মদের হোম ডেলিভারির ব্যবস্থাও করা হয়েছিল। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আজ বিজ্ঞপ্তিতে জানিয়ে দেয় যে কোনভাবেই কোন রাজ্যেই মদ বিক্রি করা চলবে না। বিপর্যয় মোকাবেলা আইনের আওতায় জারি এই নির্দেশ সব রাজ্যেই বলবৎ থাকবে।

গতকাল লকডাউনের মেয়াদ ৩রা মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সঙ্গে তিনি ঘোষণা দেন আজ অর্থাৎ ১৫ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নির্দিষ্ট বিস্তারিত নির্দেশিকা জারি হবে।সেই ঘোষণা অনুযায়ী করোনা প্রাদুর্ভাব মোকাবেলা করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জারি করা এক নির্দেশিকা জানানো হয়েছে যে আগামী ৩রা মে পর্যন্ত দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কারখানা, হোটেল-রেস্টুরেন্ট, সিনেমা হল, শপিং মল বন্ধ থাকবে। কোন রাজনৈতিক বা কোন ধর্মীয় মিছিল বা জমায়েত করা যাবে না। বাস, ট্রেন এমনকি বিমানের মত পরিষেবাও বন্ধ থাকবে। রাস্তায় বেরোলেই পরতে হবে মাস্ক। এমনকি পাবলিক প্লেসে বা যেখানে সেখানে থুথু ফেলা যাবে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী যে এলাকায় প্রাদুর্ভাব বেশি অর্থাৎ নির্বাচিত ‘হটস্পট’-এ প্রবেশ করার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584